Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফট ১২ নভেম্বর


৭ নভেম্বর ২০২০ ১৭:২৯

বিষয়টি হয়ত কম বেশি সবাই জানেন যে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের দল গঠিত হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। নতুন খবর হলো, পাঁচ দলের স্পন্সররা আগামী ১২ নভেম্বর (সম্ভাব্য) প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে লিগের দল গঠনের সুযোগ পাচ্ছেন। আর এই ড্রাফটে গ্রেড থাকছে চারটি (এ, বি, সি, ডি)। অনুমিতভাবেই সর্বোচ্চ পারিশ্রমিক থাকছে ‘এ’ গ্রেডের প্লেয়ারদের জন্য, যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

অবশ্য বহুল আলোচিত পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ১৫ নভেম্বর লিগ শুরুর সম্ভাব্য দিন জানালেও সম্প্রচার স্বত্ব, পাঁচ দলের স্পন্সর খুঁজে পাওয়া ও ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাসহ আরো নানান কারণে সপ্তাহ খানেক লিগ পিছিয়ে গেছে। সব ঠিক থাকলে ২১ কিংবা ২২ নভেম্বর মাঠে গড়াতে পারে চার ছক্কার ধুম ধারাক্কার এই আসর।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি জানালেন, ‘খুব সম্ভবত ২১ বা ২২ তারিখের (নভেম্বর) দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। তো গ্রেডিংয়ের ক্ষেত্রে আপনার এ, বি , সি, ডি আছে। চারটা গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়াররা থাকবে। প্লেয়ারদের পারিশ্রমিক এখনও ওইরকম হয় নাই, হয়তো ১৫ লাখ থেকে কম বেশি হবে যারা এ গ্রেডে আছে। আর যারা নিম্ন গ্রেডে আছে তারা পাঁচ কিংবা চারে।’

পাঁচ দলের এই লিগে প্রতিটি দলের কোচিং স্টাফ ঠিক করে দিচ্ছে খোদ বিসিবি। জাতীয় দলের বিদেশি কোচরা তো থাকছেনই তাদের সঙ্গে থাকছেন স্থানীয় কোচিং স্টাফের সদস্যরাও।

বিজ্ঞাপন

‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই কিন্তু সবকিছু ঠিক করে দিচ্ছি এবং জানেন আপনারা বিদেশিদের সঙ্গে সঙ্গে দেশিও অনেক ট্রেইনার, ফিজিও, কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ আছে ওদেরকে আমরা ইনভলব করছি। হ্যাঁ, এখন মনে করেন যে, প্রত্যেকটা দলকে একটা করে দেশি কোচও দিয়ে দিচ্ছি, তারা টিমের সঙ্গে থাকবে। পুরো সেট আপটা ক্রিকেট বোর্ড থেকে দেয়া হচ্ছে।’

প্লেয়ার্স ড্রাফট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর