Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয়বার পেছাল লঙ্কান লিগ


৬ নভেম্বর ২০২০ ১৯:৪৯

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ভাগ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কে জানে! ফের পিছিয়েছে টুর্নামেন্টটির শুরুর দিন। নতুন করে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটা শুরু হওয়া দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে টুর্নামেন্টটি ফের পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বলা হয়েছে, তিনটি নয় হাম্বানটোটায় একটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ২৩টি ম্যাচ। ফাইনাল ডিসেম্বরের ২৭ তারিখে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া লঙ্কান লিগ মাঠে গড়ানোর কথা ছিল আগস্টের ২৮ তারিখে। সেটা পিছিয়ে দিয়ে ১৪ নভেম্বর শুরু করার কথা ছিল। পরে আবারও পেছানো হয় ২১ নভেম্বর পর্যন্ত। এবার পিছিয়ে দেওয়া হলো আরও এক সপ্তাহ।

কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা এই পাঁচটি দল খেলবে এলপিএলের প্রথম আসর। প্রথমে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের টুর্নামেন্টটিতে খেলার কথা শোনা গেলেও পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এলপিএলে ক্রিকেটারদের না ছাড়ার আভাস দেন। ওই সময়টােতে দেশে টি-টোয়েন্টি লিগ খেলবে ক্রিকেটাররা।

এলপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর