Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের প্রত্যাশা সতীর্থরা এখনও বিশ্বাস করবেন তাকে


৫ নভেম্বর ২০২০ ১৫:০৪

সাকিব আল হাসান এখন মুক্ত। আইসিসি কর্তৃক যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার মেয়াদ শেষ গত অক্টোবরের ২৮ তারিখে। মুক্ত সাকিব এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায়। প্রশ্ন উঠছে আগের সাকিবকে পাওয়া যাবে তো? সাকিবই কী আগের পরিবেশ পাবেন?

তিনবার জুয়াড়ি যোগাযোগ করেছিল তার সঙ্গে। বিষয়টি দুর্নীতি দমন ইউনিটকে অবহিত করেননি। দেখা করার আগ্রহও প্রকাশ করেছিলেন সাকিব। নিষিদ্ধ হয়েছেন সেসব কারণেই। এখন সতীর্থরা তাকে আগের মতো বিশ্বাস করবেন তো? কাল এমন প্রশ্নের মুখোমুখি হতে হলো সাকিবকে।

বিজ্ঞাপন

কদিন আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সকলকে প্রশ্ন করার আহ্বান জানিয়েছিলেন। কাল নিজের ইউটিউব চ্যানেলে সেখান থেকে নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব।

সতীর্থদের বিশ্বাসের প্রশ্নে দেশ সেরা ক্রিকেটার বললেন, তার আশা সতীর্থরা এখনও আগের মতোই বিশ্বাস করবেন তাকে। সাকিব বলেন, ‘কার মনে কী আছে বলা কঠিন। (তাদের) সন্দেহ হতেই পারে। অবিশ্বাস তৈরিই হতে পারে, সেটা আমি কখনোই অস্বীকার করি না। তবে এর মধ্যে সবার সঙ্গে আমার যোগাযোগ ছিল। ওভাবে তাই অনুভব করি না। আমি মনে করি এখানে কোনো সমস্যা হবে না। তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করত, এখনো সেভাবেই করবে। যদি ওভাবে বলেন করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের কোনায় এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। ঘটনটা এমনই। তবে আমার ধারণা, আমার প্রতি যে বিশ্বাসটা ছিল এখনো সেটাই থাকবে।’

সাকিবের নিষেধাজ্ঞার বেশিরভাগ সময়ই গেছে করোনার পেটে। নিষেধাজ্ঞা এবং মহামারী করোনা তাকে অনেককিছু শিখিয়েছে বলেছেন তিনি, ‘করোনা আর আমার নিষেধজ্ঞা জীবনকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। অনেক বেশি আইডিয়া তৈরি করতে শিখিয়েছে। এমন কঠিন সময় না পড়লে কেউ এত শিখতে পারে না বলেই বিশ্বাস। এমন জায়গা থেকে যখন কেউ ফিরে আসে অনেক পরিপক্কতার সঙ্গে ফিরে আসে। আমি এখন অনেক ভিন্নভাবে চিন্তা করি যেটা এক বছর আগে হয়তো করতাম না। সামনে এটা আমাকে অনেক সহায়তা করবে বলে মনে করি।’

বিজ্ঞাপন

আইসিসি বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর