Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি টুর্নামেন্টের অপেক্ষায় সাকিব


৫ নভেম্বর ২০২০ ১৪:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ১৪:১৭

সাকিব আল হাসানের ওপর থেকে আইসিসির নিষেধাজ্ঞা উঠে গেছে গত ২৮ অক্টোবর। নিষেধাজ্ঞা থেকে মুক্তির সময়টা জানাই ছিল, তাই আগেভাগেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপিতে নিবিড় অনুশীলন শুরু করেছিলেন।

বোর্ডের এবং সাকিবের নিজের চাওয়া ছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজই যখন ভেস্তে গেল সাকিব অনুশীলনও আর না চালিয়ে ফিরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বিসিবির তত্ত্বাবধায়নে কদিন পর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। সাকিবের প্রত্যাশা, আগেভাগে বিকেএসপির অনুশীলন শেষ করাতে যে গ্যাপটা তৈরি হয়েছিল এই টুর্নামেন্টে সেটা পূরণ হবে।

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে নানান কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটারটি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিকেএসপির অনুশীলন খুবই ভালো ছিল। ওই ট্রেনিং আমার খুব দরকার ছিল। যদিও আমার ইচ্ছে ছিল আরও ১৫-২০ দিন করার। যেহেতু শ্রীলঙ্কা সিরিজটি হয়নি, ওটা আর চালিয়ে যাওয়া হয়নি। চলে এসেছি যুক্তরাষ্ট্রে। আরও ১৫-২০ দিন করতে পারলে পরের ১-২ বছরের জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে যেত।’

সাকিব বলেন, ‘তবে যেহেতু সামনে সময় আছে, সামনে একটি ঘরোয়া টুর্নামেন্ট আছে, ওই ১৫-২০ দিনের ট্রেনিংয়ের যে গ্যাপটি ছিল, আমার ধারণা আমি পূরণ করতে পারব।’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আভাস দিয়েছিলেন নভেম্বরের মাঝামাঝি থেকে মাঠে গড়াবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। তবে কদিন ধরে শোনা যাচ্ছে, কিছুটা পিছিয়ে যেতে পারে টুর্নামেন্টটি।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে খেলতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার লক্ষ্যে সোমবার ১১৩ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। তাতে অনুমিতভাবেই আছে সাকিবের নাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর