মেসি-পিকের গোলে টানা তৃতীয় জয় বার্সার
৫ নভেম্বর ২০২০ ০৩:৫২ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০৫:৩০
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০/২১ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি। ডায়নামো কিয়েভের বিপক্ষে ক্যাম্প ন্যুতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছে বার্সা। পেনাল্টি স্পট থেকে লিওনেল মেসি এবং আনসু ফাতির অ্যাসিস্ট থেকে জেরার্ড পিকে গোল করেন বার্সার হয়ে আর কিয়েভের পক্ষে একটি গোল পরিশোধ করেন ভিক্টর সিগাঙ্কভ।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা, আর স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এটি ২০২০/২১ মৌসুমে লিওনেল মেসির চতুর্থ গোল আর চলতি মৌসুমে লিওনেল মেসির ৫টি গোলের সবকটিই এসেছে পেনাল্টি স্পট থেকে। ম্যাচের ৪র্থ মিনিটে ডায়নামো কিয়েভের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েন লিও মেসি, সেখানে তাকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
গোল করার দুই মিনিট পরে লিড দ্বিগুণ করার সুযোগ আসে বার্সার সামনে, তবে সার্জিও ডেস্টের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বার্সা। খেলার ১৮ মিনিটের মাথায় আরও এক গোলের সুযোগ আসে মেসির কাছে, বল নিয়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়ে শট নিলে তা গোলপোস্ট থেকে কিছুটা বাইরে দিয়ে বের হয়ে যায়। প্রথমার্ধে এভাবেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ডায়নামো কিয়েভ, তবে তাদের জন্য বাধা হয়ে দাঁড়ান ইনজুরি থেকে সদ্য ফেরা বার্সা গোলরক্ষক টার স্টেগান। ম্যাচের তখন ৬৫ মিনিট ছোট কর্নার থেকে কিয়েভের ডি বক্সের বাঁপাশে বল পান আনসু ফাতি। সময় বুঝে ডি বক্সের ভেতরে ক্রস করেন এই তরুণ আর তার ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান জেরার্ড পিকে। বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
এর ঠিক মিনিট দশেক পর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ডায়নামো কিয়েভ। ভার্বিকের নেওয়া শট প্রথমবার ঠেকিয়ে দেন স্টেগান, তবে তা গিয়ে পড়ে ভিক্টোর সিগাঙ্কভের পায়ে। সেখান থেকে জোরালো শটে বল জালে জড়ান কিয়েভ অধিনায়ক। তবে শেষ পর্যন্ত তার গোলটি কেবল ব্যবধান কমিয়েছে। আর কোনো গোল না হওয়ায় বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় এবং এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।
২০২০/২১ মৌসুম উয়েফা চায়ম্পিয়নস লিগ জেরার্ড পিকে টপ নিউজ বার্সেলোনা বনাম ডায়নামো কিয়েভ লিওনেল মেসি