ভার্নারের জোড়া গোলে রেঁনেকে হারাল চেলসি
৫ নভেম্বর ২০২০ ০৪:০৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ০৫:০১
চ্যাম্পিয়নস লিগে চেলসির শুরুটা দুর্দান্ত না হলেও টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষেই অবস্থান করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রেঁনেকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্লুজরা। এদিন চেলসির হয়ে দুটি গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার আর বাকি একটি গোল আসে টামি আব্রাহামের পা থেকে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টিমো ভার্নারের জোড়া গোল আর সেই সঙ্গে টামি আব্রাহামের একটি গোলে ৩-০ গোলের সহজ জয় চেলসির। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভার্নারকে ডি বক্সের ভেতর ফাউল করেন রেঁনে ডিফেন্ডার ডালবার্ট, আর তাতেই চেলসিকে পেনাল্টি উপহার দেন রেফারি। পেনাল্টি স্পট থেকে বল জালে জড়িয়ে দলকে ১-০’তে এগিয়ে নেনে জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার।
প্রথমার্ধের খেলা তখন শেষ পর্যায়ে, ৪০ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর হ্যান্ডবল করেন রেঁনে ডিফেন্ডার ডালবার্ট। আগে একটি হলুদ কার্ড থাকায় এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডালবার্ট। খেলার বাকি ৫০ মিনিট ১০ জন নিয়েই খেলেছে রেঁনে। ডি বক্সের ভেতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় চেলসি। স্পটকিক থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্নার। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে ১০ জনের রেঁনেকে চেপে ধরে চেলসি। বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় রিস জেমসের দুর্দান্ত এক ক্রস থেকে ছয় গজ দূর থেকে বল জালে জড়ান টামি আব্রাহাম। আর তার গোলেই চেলসি রেঁনের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেয়। ব্লুজরা এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে। ম্যাচের বাকি সময় চেলসি বেশ কিছু আক্রমণ করলেও ১০ জনের রেঁনের রক্ষণে আর ফাটল ধরাতে পারেনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। এটি গ্রুপ পর্বে চেলসির তিন ম্যাচে দ্বিতীয় জয়, এছাড়া সেভিয়ার সঙ্গে ড্র করায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্লুজরা। অন্যদিকে সমান ম্যাচে একই পরিসংখ্যানেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই অবস্থান করছে সেভিয়া।
২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ চেলসি বনাম রেঁনে চেলসির জয় টিমো ভার্নার