Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিটনেস পরীক্ষায় ডাক পেলেন সাকিবসহ ১১৩ ক্রিকেটার


৪ নভেম্বর ২০২০ ১৯:২২ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৯:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল যে, পাঁচ দলের টি-টোয়েন্টি লিগে খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেই ঘোষণা মোতাবেক বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগকে সামনে রেখে সাকিব আল হাসানসহ মোট ১১৩ ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষার জন্য ডেকেছে টাইগার ক্রিকেট প্রশাসন। দু্ই দিনের এই টেস্ট অনুষ্ঠিত হবে আগামী সোম ও মঙ্গলবার। বিশ্ব নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান অবশ্য প্রথম দিনেই ফিটনেস টেস্ট দিবেন। আগামীকাল দিবাগত রাত ২টায় তার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ফিটনেস পরীক্ষার জন্য ক্রিকেটারদের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। মহামারীকালে কভিড-১৯ সতর্কতার অংশ হিসেবে ক্রিকেটারদের মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় ও হ্যান্ড স্যানিটাইজার রাখার অনুরোধ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবি যেসকল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে তারা হলেন:

সোমবার (সকাল ১০টা থেকে ১১টা) :

সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালী, শামসুর রহমান, শহিদুল ইসলাম, জাকের আলি, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরি।

সোমবার (সকাল ১১টা থেকে দুপুর ১২টা):

শুভাশিস রায়, মোহর শেখ, মো. নুরুজ্জামান, সাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরি, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি, জাকির হাসান।

সোমবার (দুপুর ১২টা থেকে ১টা):

সৈকত আলি, দেলোয়ার হোসেন, তানবীর হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, সালাউদ্দিন সাকিল, নাঈম ইসলাম, নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলি, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন, রবিউল ইসলাম রবি, সুজন হাওলাদার।

বিজ্ঞাপন

সোমবার (দুপুর ১টা থেকে ২টা):

অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, শরিফউল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইফরান হোসেন, জয়রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন জোসি।

মঙ্গলবার (সকাল ১০টা থেকে ১১টা):

আমির আহমেদ, শাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চোহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনূর রহমান, মাহমুদুল হক সেন্টু, আলিস আল ইসলাম, মাসুম খান টুটুল, জসিম উদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত, ইমরান আলি।

মঙ্গলবার (সকাল ১১টা থেকে ১২টা):

আহমেদ সাদিকুর রহমান, ইলিয়াস সানি, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানউজ্জামান, ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদুল হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম, আসাদুল্লাহ হিল গালিব।

টপ নিউজ ফিটনেস ক্যাম্প বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর