আইসিসি র্যাংকিং: রাজা ফিরেছেন সিংহাসনে
৪ নভেম্বর ২০২০ ১৫:৪৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৮:০৫
আইসিসির নিষেধাজ্ঞার কারণে পাক্কা এক বছর ক্রিকেট খেলতে পারেননি সাকিব আল হাসান। আইসিসি র্যাংকিং থেকে তার নাম মুছে দেওয়া হয়েছিল। তবে সাকিবের রেখে যাওয়া সিংহাসনটা দখল করতে পারেননি অন্যকেউ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলতেই ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে বসেছেন বাংলাদেশি তারকা। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে এখন সাকিবের নাম।
পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শেষে আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে, শীর্ষে থাকা সাকিব অলরাউন্ডার ক্যাটাগরিতে অনেকটাই এগিয়ে। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৭৩।
এক থেকে দুই নম্বরে নেমে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১। তিনে থাকা ইংল্যান্ডের ক্রিস ওকসের রেটিং ২৮১। সেরা পাঁচে এরপর যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস (২৭৬) ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৭১)।
আইসিসি র্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিটা যদি রাজত্ব হয় গত এক দশকে সাকিব আল হাসান সেটার অঘোষিত রাজা! ২০০৯ সালের জানুয়ারিতে প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে বসেছিলেন। তারপর অন্যরা এসে ক্ষণিকের অতিথি হয়েছে মাত্র, বেশিরভাগ সময় শীর্ষে থেকেছেন সাকিবই। এই ফরম্যাটে টানা শীর্ষে থাকা রেকর্ড গড়েছেন। ২০১১ সালে টেস্টে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। পরে টি-টোয়েন্টিতেও র্যাংকিংর শীর্ষে উঠে তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন। অতীতে কোনো ক্রিকেটারই একই সঙ্গে তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার র্যাংকে যেতে পারেননি। সাকিব তিন ফরম্যাটে শীর্ষে ছিলেন দীর্ঘদিন।
নিষেধাজ্ঞাতে সব মুছে গিয়েছিল। জুয়াড়িদের কাছ থেকে সন্দেহজনক প্রস্তাব পেয়ে সংশ্লিষ্টকে না জানানোর অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। পরে র্যাংকিং থেকে তার নাম মুছে দেওয়া হয়। সাকিবের রেখে যাওয়া জায়গাগুলো দখল করেছিলেন নিচে থাকা অন্য অলরাউন্ডাররা।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ইতিহাসরে সেরা ক্রিকেটারটি। তারপর আজই প্রথম কোনো র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করল আইসিসি। পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শেষে আজ শুধুই ওয়ানডের র্যাংকিং প্রকাশ করা হয়েছে। তাতে মুক্ত সাকিব বসে পড়লেন শীর্ষে।
উল্লেখ্য, সাকিব মুক্ত হওয়ার পর টেস্ট ও টি-টোয়েন্টিতে র্যাংকিং প্রকাশ করেনি আইসিসি। ফলে এখনো এই দুই ফরম্যাটের আইসিসি র্যাংকিংয়ে সাকিবের নাম নেই।