Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে ডাক পেলেন তামিম, মাহমুদউল্লাহ


২ নভেম্বর ২০২০ ২১:২১ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ২১:২৩

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ-পিএসএলে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দেশ সেরা ব্যাটসম্যান তামিম খেলবেন লাহোর কান্দাহার্সের হয়ে। আর মিস্টার কুল মাহমুদউল্লাহকে দেখা যাবে মুলতান সুলতানসের জার্সি গায়ে। যদিও দুজনের কেউই এখনো অনাপত্তি পত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি বরাবর আবেদন করেননি। তবে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন তারা চাইলে বোর্ড বাধা দিবে না।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) তামিম ইকবাল নিজেই সারাবাংলাকে তার পিএসএলে খেলার খবর নিশ্চিত করেছেন। আর মাহমুদউল্লাহর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আকরাম খান।

তামিম বলেছেন, ‘আমি লাহোরের হয়ে খেলব। তবে কবে যাব তা এখনো ঠিক করিনি।’

তামিম, মাহমুদউল্লাহ এমনই এক সময়ে পিএসএলে ডাক পেলেন যখন দরজায় কড়া নাড়তে শুরু করেছে বিসিবির আয়োজনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গত ২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে পুরষ্কার বিতরণ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সব ঠিক থাকলে ১৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু নতুন খবর হল, বিসিবি বস ঘোষিত সময়ে টুর্নামেন্টটি গড়াচ্ছে না। হয়ত দিন দশের পিছিয়ে যেতে পারে। সেকারণেই তামিম, মাহমুদউল্লাহর পিএসএলে খেলতে বাধা নেই বলে জানালেন আকরাম। তারা চাইলে অনাপত্তিপত্র দিয়ে দেওয়া হবে।

‘এখন তো আমাদের এখানে খেলা নেই, ক্যাম্পও নেই আপাতত। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সপ্তাহখানেক অন্তত পেছাতে যাচ্ছে। এখন তাই ওদের দুজনকে খেলতে না দেওয়ার কারণ নেই।”

তামিম ও মাহমুদউল্লাহ যখন পিএসএলে যাচ্ছেন তখন তা একবারেই শেষের দিকে। কেননা গত মার্চে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষের দিকে এসে করোনাভাইরাসের দাপটে স্থগিত হয়ে যায়। টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ কেবল বাকি আছে যা কিনা ১৪, ১৫ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে করাচিতে।

আকরাম খান টপ নিউজ তামিম ইকবাল পিএসএল ২০১৯ বিসিবি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর