Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকে হারিয়ে জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো


১ নভেম্বর ২০২০ ২২:০৫ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ২৩:১৫

করোনাভাইরাস ঘরবন্দি করে রেখেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাতে জুভেন্টাসও যেন পথ হারিয়ে বসল! ভাইরাসটিকে হারিয়ে মাঠে ফিরেই গর্জে উঠলেন সিআর সেভেন। জুভেন্টাসও জয় পেলো বড় ব্যবধানে। ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচে স্পেৎসিয়ার বিপক্ষে আজ ৪-১ গোলের বড় জয় পেয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের চার গোলের দুটিই করেছেন রোনালদো।

গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক বিরতির সময় করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। পর্তুগালের একটি ম্যাচ মিস করেছেন। জুভেন্টাসের মিস করেন চার ম্যাচ। তার অনুপস্থিতিতে জুভেন্টাসকে সহজেই হারিয়ে এলো লিওনেল মেসির বার্সেলোনা। এই ম্যাচটা ঘিরে কতো আগ্রহই না দেখা যাচ্ছিল, আড়াই বছর পর যে মেসি-রোনালদো আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু রোনালদো করোনায় আক্রান্ত হলে সব ভেস্তে যায়।

বিজ্ঞাপন

রোনালদো করোনামুক্তির সার্টিফিকেট পেয়েছেন গত শুক্রবার। বুঝাই যাচ্ছিল আজ খেলবেন। শুরুর একাদশে অবশ্য ছিলেন না। ৫৮ মিনিটে মাঠে নেমেছেন পাওলো দিবালার বদলি হিসেবে। তারপর করোনামুক্ত রোনালদোর গোল করতে সময় লাগল মাত্র এক মিনিট!

গোলটাও ছিল দেখার মতো। মোরাতার পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক গলে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন সিআর সেভেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে আরেকটা গোল করেছেন রোনালদো।

এই দুই গোলের আগে একটি করে গোল পাওয়া জুভেন্টাসের জয়টা নিশ্চিত হয়েই ছিল। ১৪ মিনিটে দলটির হয়ে প্রথম গোল করেন আলভারো মোরাতা। ওয়েস্ট ম্যাককেনির নিঃস্বার্থ পাস থেকে গোল করতে কষ্ট হয়নি স্প্যানিশ তারকার। ২৩ মিনিটে আবারও বল জালে জড়িয়েছিলেন মোরাতা। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

৩২ মিনিটে সমতায় ফিরে স্পেৎসিয়া। ডান দিক থেকে আক্রমণে উঠে তোমাসো পোবাসের দিকে পাস বাড়ান পাওলো বার্তোলোমেই। গোল করতে ভুল করেননি তোমাসো। জুভেন্টাস তাদের তৃতীয় গোলটি পেয়েছে ৬৭ মিনিটে। তড়িৎ ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন আদ্রিয়ানো রাবিও। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে জুভেন্টাস। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১২। দুই নম্বরে থাকা নাপোলির পয়েন্টও ১২। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এসি মিলান।

ইতালিয়ান সিরি আ ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর