Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল থেকে আফিফ-আকবরদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ


১ নভেম্বর ২০২০ ১৯:০২ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৯:০৫

২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্ট শেষ হতেই ২৭ অক্টোবর থেকে হোম ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) দলে থাকা ২৫ ক্রিকেটারের অনুশীলন ক্যাম্প। ছয় দিনের অনুশীলন শেষে সোমবার ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। যা শেষ হবে মঙ্গলবার।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। গত ৬ অক্টোবর এইচপি দল ঘোষণা করেছিল টাইগার ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন।

২৫ সদস্যের দলে যারা আছেন:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান।

পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা।

উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন ও আকবর আলী।

৩ নভেম্বর মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ শেষে পরদিন অর্থাৎ ৪ নভেম্বর বিশ্রাম নেবেন এইচপি দলের সদস্যরা। একদিনের বিশ্রাম শেষে ৫ ও ৬ নভেম্ববর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবেে অনুশীলন।

এরপর ৭ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আফিফ-আকবররা। ম্যাচটি শুরু হবে সকাল ন’টায়। ১৭ দিনের অনুশীলন ক্যাম্প শেষ হবে ১২ নভেম্বর।

বিজ্ঞাপন

আকবর আলী আফিফ হোসেন ধ্রুব টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বিসিবি বিসিবি এইচপি দল

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর