Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের পয়েন্ট হারালো বার্সেলোনা


১ নভেম্বর ২০২০ ০৬:৪৫ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ০৭:১২

লিগ ম্যাচে আবারও পয়েন্ট হারালো বার্সেলোনা। তুলনামূলক খর্ব শক্তির আলাভেসের বিপক্ষে আজ ১-১ গোলের ড্র করেছে লিওনেল মেসির দল। লা লিগার ম্যাচে এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন বার্সা।

সেভিয়ার বিপক্ষে ড্রয়ের পর গেটাফে ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল কাতালান ক্লাবটি। আজ হারতে হলো আলাভাসের বিপক্ষে। গোলরক্ষক নেতোর ভুলে ৩১ মিনিটে প্রথমে পিছিয়ে পড়ে বার্সা। অ্যান্থনিও গ্রিজমানের গোলে বার্সা সমতায় ফিরেছে ৭১ মিনিটে গিয়ে। বাকি সময়ে গোল আদায় করতে পারেনি কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

বার্সার রক্ষণ আর মাঝমাঠ নিয়ে প্রশ্ন উঠছে অনেক আগ থেকে। আলাভেজের মাঠে এই দুই ডিপার্টমেন্ট অবশ্য দারুণই খেলেছে। কাতালান ক্লাবটিকে পয়েন্ট হারাতে হলো মূলত গোলরক্ষক নেতো ও আক্রমণভাগের ব্যর্থতায়। একের পর এক আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি বার্সার আক্রমণভাগ।

১৩ মিনিটে গোল পেতে পারত বার্সা। কিন্তু লংলের পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তরুণ সেনসেশন আনসু ফাতি। চার মিনিট পর সুযোগ পেয়ে যায় আলাভেসও। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন দলটির এদগার মেন্দিস।

২৩ মিনিটে বিপদজনক জায়গা থেকে নেওয়া মেসির ফ্রি-কিক লক্ষ্যে থাকেনি। ৩১ মিনিটে গোলরক্ষক নেতোর ভুলে গোল খেয়ে বসে বার্সা। জেরার্ড পিকে ব্যাকপাস করলে বল নিয়ন্ত্রণে নিতে তালগোল পাকিয়ে ফেলেন নেতো। সেই সুযোগ কাজে লাগিয়ে আলাভেজকে এগিয়ে নেন রিওজা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মেসির দারুণ এক শট ফিরিয়ে দেন আলাভেজ গোলরক্ষক ফেররান্দো পাচেকো। দারুণ রক্ষণ সামলাতে থাকা আলাভেজ ৬৩ মিনিটে বড় ধাক্কা খায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জোতা। দশ জনের আলাভেজ পরের মিনিটেই গোল খেয়ে বসে। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোল করেন গ্রিজমান। তবে বহু চেষ্টা করেও দশ জনের আলাভেজের বিপক্ষে জয়সূচক গোলটি পায়নি বার্সা।

বিজ্ঞাপন

৬৫ মিনিটে মেসির দারুণ একটা শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আলাভেজ গোলরক্ষক। ৭১ মিনিটে গ্রিজমান গোল করলেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। ৮৯ মিনিটে কর্ণার কিকে ভালো হেড নিয়েছিলেন জেরার্ড পিকে। কিন্তু আলাভেজ গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। শেষ দিকে মেসির আরও একটি শট ফিরিয়ে দেন আলাভেজ গোলরক্ষক। যাতে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

ফের পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে বার্সা। ৬ ম্যাচ খেলা কাতালান ক্লাবটি দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে , দুটিতে ড্র করেছে। মোট পয়েন্ট ৮। ৭ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

অ্যান্থনিও গ্রিজমান আলাভেজ বার্সেলোনা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর