Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলেও পাকিস্তানকে ভয় ধরিয়ে দিল জিম্বাবুয়ে


৩০ অক্টোবর ২০২০ ২২:৪৬

২৮১ রানের জবাব দিতে নেমে ৪৫ ওভার শেষে জিম্ববুয়ের স্কোর ছিল ২৩৪/৪। অর্থাৎ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাতে খর্ব শক্তির আফ্রিকান দলটির তখন প্রয়োজন ৩০ বলে ৪৮ রান। উইকেটে ছিলেন দারুণ খেলতে থাকা ব্রেন্ডন টেলর ও উইসলে মাদভেরে। টেলর ব্যাট করছিলেন ১১০ রানে, মাদভেরে ৫৫ রানে। আরামছেই জেতার কথা ছিল জিম্বাবুয়ের। আফ্রিকান দলটি শেষ পর্যন্ত জিততে পারেনি।

মাত্র ২৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৬ রানে ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। দলকে জেতাতে না পারলেও ১১২ রান করে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের টেলর।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু ভালো হয়নি। ইনিংসের তিন নম্বর বলেই জিম্বাবুয়ান ওপেনার ব্রায়ান চারিকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারে অপর ওপেনার চামু চিবাবাকেও (১৩) বিদায় করেন পাকিস্তানি তরুণ। এরপরই টেলরের প্রতিরোধ।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক প্রথমে ক্রেইগ আরভিনের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে প্রথমিক ধাক্কাটা সামলেছেন। পরে মাদভেরেকে নিয়ে জিম্বাবুয়েকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। ৬ রানের ব্যবধানে টেলর, মাদভেরে ফিরলে পাকিস্তানি পেসের সামনে আর দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের মিডল লোয়ার অর্ডার।

৪৯.৪ ওভারে ২৫৫ রানে গুটিয়ে গেছে সফরকারী দলটি। টেলর ১১৭ বলে ১১টি চার ৩টি ছক্কার সাহায্যে ১১২ রান করেছেন। আরভিন ৪১ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেছেন। মাদভেরে ৬১ বলে ৭ চারে করেছেন ৫৫ রান। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪৯ রানে পাঁচ উইকেট নিয়েছেন। ওয়াহাব রিয়াজ ৪১ রানে নিয়েছেন চার উইকেট।

এর আগে পাকিস্তানের ২৮১ রানের সংগ্রহে অবদান রেখেছেন বেশ কয়েকজন। পাকিস্তানকে ভালো একটা শুরু এনে দিয়ে ওপেনার আবিদ আলী ২১ রানে ফিরে যান। তিনে নেমে আজম ১৯ রান করে ফিরেছেন। তবে অপর ওপেনার ইমাম-উল হক ও চারে নামা হারিস সোহেল কার্যকারী দুটি ইনিংস খেলেছেন। ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৫৮ রান করেন ইমাম। ৮২ বলে ৬ চার ২ ছয়ে ৭১ করেছেন হারিস সোহেল।

বিজ্ঞাপন

শেষ দিকে ফাহিম আশরাফ ১৬ বলে ২৩ ও ইমাদ ওয়াসিম ২৬ বলে ৩৪ রান করলে ২৮১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জিম্বাবুয়ের পক্ষে টেন্ডাই ছিচোরো ৩২ রানে নিয়েছেন দুই উইকেট।

জিম্বাবুয়ে ক্রিকেট পাকিস্তান ক্রিকেট পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ ব্রেন্ডন টেলর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর