Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে যোগ দিলেন জামাল ভূঁইয়া


৩০ অক্টোবর ২০২০ ১৬:২৬

ঢাকা: নভেম্বরে নেপাল ম্যাচ সামনে রেখে পুরোদমে চলছে জাতীয় দলের অনুশীলন। বৃহস্পতিবার রাতে ডেনমার্ক থেকে ঢাকায় পৌঁছে আজ জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচের আগে নিজেকে পুরো ফিট করতে এক সপ্তাহের টার্গেট নিয়েছেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া।

দীর্ঘ সাত মাস ফুটবলের বাইরে থাকা জামাল আজ জাতীয় দলের সঙ্গে সবগুলো ট্রেনিং সেশন শেষ করেন। ট্রেনিং শেষে সতীর্থরা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখনও মাঠে চক্কর দিচ্ছিলেন জেবিসিক্স। কুল ডাউন করলেন। এসে সকাল সকাল ডাবের পানি পান করেই গণমাধ্যমের সামনে আসলেন।

শীতপ্রধান দেশ ডেনমার্ক থেকে ঢাকার গরমে এতোদিন পরে এসেই বল নিয়ে প্রথমবার মাঠে নেমে যেন হাসফাঁসই হচ্ছিল জামালের। বললেন, ‘গরম লাগতেছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস। অনেক ঠাণ্ডা। এখানে অনেক গরম।’

দলের সঙ্গে অনুশীলনে ফেরাকে স্বস্তিতেই দেখছেন জামাল, ‘প্রথমদিন অনুশীলন করলাম। এতোদিন একা একা প্রাকটিস করছি। জিম আর দৌড় এসব করেছি। কিন্তু এখন দলের সঙ্গে অনুশীলন করছি। টিমের সঙ্গে অনুশীলন করা অন্যরকম ভাল লাগা। দলের সমন্বয় বাড়ে।’

স্থগিত হয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বের বাকী ম্যাচগুলো হবে ২০২১ সালের প্রথমদিকে। তার প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ মনে করছেন এই অধিনায়ক, ‘সামনে যতটুকু জানি বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচ হতে পারে। সো নেপাল ম্যাচ প্রিপারেশনের জন্য ভালো হবে। আগেরবার ভুটানের সঙ্গে খেলে কাতার-ভারতের সঙ্গে ভাল ম্যাচ খেলেছি। নেপাল ম্যাচ প্রিপারেশনের জন্য ভাল হবে।’

বিজ্ঞাপন

১৩ ও ১৭ নভেম্বর নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই জয়ের বিকল্প দেখছেন না তিনি, ‘নেপাল ম্যাচ দুইটা জিততে হবে। নাহলে মানুষ বা মিডিয়া বলবে জাতীয় দল পারফর্ম করতে পারে না। দলের সবাই বিষয়টি জানে। আমাদের সেভাবেই পারফর্ম করতে হবে।’

নেপাল ম্যাচের জন্য পুরো ফিট হতে এক সপ্তাহের টার্গেট নিয়েছেন জামাল ভূঁইয়া, ‘ফিটনেস ১০০ ভাগে নেই। কিন্তু হবে। এক সপ্তাহ লাগবে। এখন ৮০ ভাগ ফিট আছি।’

এদিকে দলের ক্যাম্পে এখনও যোগ দেননি ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। ক্যাম্পে যোগ দিলেও অনুশীলনে ছিলেন না প্রধান কোচ জেমি ডে, সহকারি কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস ও গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। আজ করোনা পরীক্ষার ফলে নেগেটিভ আসলে শনিবার থেকে অনুশীলনে যোগ দিবেন এই তিন ইংলিশ কোচ।

জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর