Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগ্রহের কেন্দ্রে ভারত সিরিজে ডাক পাওয়া অস্ট্রেলিয়ান তরুণ


২৯ অক্টোবর ২০২০ ২৩:১০

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে সিএ। দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ক্যামেরন গ্রিনকে নিয়ে বেশ তোলপাড় চলছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২১ বছর বয়সী এই তরুণ অনেক দিন ধরেই আলোচিত। দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক নির্বাচক গ্রেগ চ্যাপেল গ্রিনকে নিয়ে বলেছিলেন, ‘রিকি পন্টিংয়ের পর সে আমার দেখা সেরা ব্যাটিং প্রতিভা।’ চ্যাপেল বলেছিলেন, এখন থেকেই প্রস্তত করা হলে অস্ট্রেলিয়ার আগামী অ্যাশেজ জয়ের নায়ক হবে সে। স্বয়ং পন্টিং বলেছিলেন, গ্রিনকে এখনই টেস্ট দলে দেখতে চান তিনি।

বিজ্ঞাপন

টেস্ট দলে নয়, অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাকা হলো তরুণ ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স অবশ্য বললেন, মূলত অভিজ্ঞতা নেওয়ার লক্ষ্যেই দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত গ্রিনকে। সুযোগ এলে দু-একটা ম্যাচ মাঠে নামিয়েও দেওয়া হবে।

গ্রিন মূলত অলরাউন্ডার। শেফিল্ড শিল্ডে অভিষেকেই পাঁচ উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছিলেন। তারপর মুগ্ধ করে চলেছেন ব্যাটিং প্রতিভায়। গত সপ্তাহেই শেফিল্ড শিল্ডে ১৯৭ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন। তাতে ৪ সেঞ্চুরিতে রান ১ হাজার ৯৭, গড় ৫২.২৩। লিস্ট ‘এ’তে খেলেছেন ৯ ম্যাচ, টি-টোয়েন্টি ১৩টি।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেললউড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ ক্যামেরন গ্রিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর