Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের ক্যাম্পে ফিরে ফুরফুরে তপু-ইব্রাহিমরা


২৮ অক্টোবর ২০২০ ২০:০৭

ঢাকা: আর দুই সপ্তাহ পরেই নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যেই বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দিয়েছেন ক্যাম্পে। তারিক কাজী ও জামাল ভূঁইয়াকে ছাড়া প্রায় পুরো দলই এখন অনুশীলন করছেন একসঙ্গে। ক্যাম্পে কিংসের খেলোয়াড়দের যোগদানে পুরো দল নিয়ে প্রথম অনুশীলনে ফুরফুরে মেজাজেই দেখা গেল সবাইকে।

মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়ে আজ বুধবার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। এতে দলের মধ্যেও একটা ফুরফুরে ভাব লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

দলে যোগ দিয়েই প্রথম দিন বিপ টেস্টের মধ্য দিয়ে শুরু হয় তপু-রবিউলদের অনুশীলন। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের হয়ে পুনরায় ক্যাম্পে ফেরায় উজ্জ্বীবিত জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন।

তিনি বলেন, ‘সাত মাস পরে আমরা খেলায় ফিরবো। আমাদের টার্গেট হলো দুটি ম্যাচে জেতা। কোভিড-১৯ এর কারণে আন্তর্জাতিক ম্যাচও স্থগিত হয়ে যায়। অনেকদিন পর জাতীয় দলের হয়ে ট্রেনিং করলাম। সবাই মনোযোগ দিয়েছে। সিরিয়াসনেস আছে। এটা দেখে ভালো লেগেছে।’

করোনা বিরতির পর পুরো দলের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানালেন তপু, ‘যখন খেলার বাইরে ছিলাম, তখন কোচের নির্দেশনা ছিল আমাদের এভাবে ফিটনেস ধরে রাখতে হবে। আমরা বসুন্ধরা কিংসের ফুটবলাররাও প্রায় দুই মাস ধরে অনুশীলন করেছি। যেহেতু আমাদের নেপালের সঙ্গে খেলা, সেভাবে চিন্তা করলে আমরা ফিটনেস ধরে রাখতে পেরেছি।’

আগামী নভেম্বরে ১৩ ও ১৭ তারিখ নেপালের সঙ্গে দুটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চান তপু, ‘নেপালের সঙ্গে ভালো পারফরম্যান্স করে পুরো তিন পয়েন্ট নিতে চাই। এটার জন্য আমরা সিরিয়াস আছি।’

বিজ্ঞাপন

এই দুই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চান জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। বলেন, ‘করোনা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ আমাদের। আমাদের শিডিউল করা ছিল। সবাই সেভাবে ফিটনেস নিয়ে কাজ করেছি। করোনার পরে যেহেতু ম্যাচ আশা করবো দুটা ম্যাচই যাতে জিততে পারি।’

ফিটনেসের অগ্রগতি নিয়ে সহকারি কোচ মাসুদ পারভেজ কাওসার বলেন, ‘সাত-আট মাস কেউ সেই অর্থে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। বলতে হবে ম্যাচ খেলার মতো এখনও ফিটনেস তাদের হয়নি। ধাপে ধাপে হবে। ওই লেভেলে যেতে আমাদের আরও হার্ডওয়ার্ক করতে হবে।

এদিকে তারিক কাজী ক্যাম্পে যোগ দিলেও কোয়ারেনটাইনে আছেন। তিনদিন বাধ্যতামূলক এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ফিনল্যান্ড প্রবাসীকে। জামাল ভূঁইয়া যোগ দিবেন আগামীকাল। তাকেও তিনদিনের কোয়ারেনটাইন পালন করে অনুশীলনে যোগ দিতে হবে বলে জানা যায়। জেমি ডে-সহ বিদেশি কোচেরা ক্যাম্পে যোগ দিবেন বৃহস্পতিবার।

ক্যাম্পে ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্প বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর