বার্সেলোনার সামনে রোনালদোহীন জুভেন্টাস
২৮ অক্টোবর ২০২০ ১৯:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ২০:২৯
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের শেষ ভাগটা খুব একটা জমেনি। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো দলগুলো বাদ পড়েছিল আগেভাগেই। তাছাড়া মহামারী করোনাভাইরাসের কারণে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হলো এক লেগের। নতুন মৌসুমের ড্র’য়ের পর সেই সেই আক্ষেপ হয়তো কমেছিল অনেকের! নতুন মৌসুমের গ্রুপ পর্বই যে আকর্ষণীয় হয়ে উঠল।
সবচেয়ে বড় আকর্ষণটা ছিল গ্রুপ ‘জি’কে নিয়ে। ড্র’তে বার্সেলোনা-জুভেন্টাস এই দুই দল পড়েছে ‘জি’ গ্রুপে। অর্থাৎ লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই। একটা সময় মাঝে মধ্যেই মুখোমুখি হতেন গত এক যুগের বিশ্বসেরা সেরা দুই ফুটবলার। রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মেসি-রোনালদোর দ্বৈরথ আর দেখা যায়নি।
বার্সেলোনা-জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের একই গ্রুপে পড়াতে প্রায় আড়াই বছর পর দুই মহা-তারকার দ্বৈরথ দেখাতে পাওয়ার সম্ভাবনা জেগেছিল। ফুটবল রসিকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু মহামারী করোনা সব পানসে করে দিল। অক্টোবরের ১৩ তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই বুঝা যাচ্ছিল মেসি-রোনালদোর দ্বৈরথ এই যাত্রাতেও দেখা হচ্ছে না। সিআর সেভেন দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হলে বিষয়টা নিশ্চিত হয়ে যায়।
নিজেদের মাঠে আজ তাই দলের সেরা তারকাকে ছাড়াই বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে জুভেন্টাস। ফুটবল রসিকদের জন্য হতাশার হলেও বার্সা কোচ রোনাল্ড কোম্যানের জন্য খবরটি নিশ্চয় স্বস্তির। মাঠের বাইরের বিতর্ক চলছে কয়েক মাস ধরেই। বার্সার মাঠের সময়টাও এখন ভালো কাটছে না। লিগে গত তিন ম্যাচে জয় পায়নি কোম্যানের দল। তিন ম্যাচের দুটিতে হার, তার মধ্যে সর্বশেষ ম্যাচে নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণা।
এদিকে, লিওনেল মেসিও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিগে পাঁচ ম্যাচে গোল করেছেন মাত্র একটি। সব মিলিয়ে নতুন মৌসুমে ছয় ম্যাচে দুই গোল। এতোকিছুর মধ্যে রোনালদো থাকলে সেটা নিশ্চয় বড় চিন্তার কারণ হতো বার্সার। চোট আর নিষেধাজ্ঞা নিয়েও ভাবতে হচ্ছে কোম্যানকে। আগের ম্যাচে লাল কার্ড দেখা জেরার্ড পিকে আজ জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারছেন না। চোটের কারণে খেলতে পারবেন না ফিলিপে কুতিনহো।
চোট আর ফর্ম সমস্যা অবশ্য জুভেন্টাসেরও। রোনালদোর সঙ্গে অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি ও ম্যাথিয়াস ডি লিটকে পাচ্ছে না জুভেন্টাস। আলেক্স সান্দ্রো নেই আগে থেকেই। রোনালদোহীন জুভেন্টাসের ফর্মটাও ভালো যাচ্ছে না। লিগে পাঁচ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে তুড়িনের বুড়িরা। দেখা যাক, আজ শেষ হাসি কাদের মুখে শোভা পায়। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।