Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউসিএলে টানা ১৩ জয় বায়ার্নের, ড্র করেছে ইন্টার


২৮ অক্টোবর ২০২০ ০৩:০৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জয়রথ ছুটিয়েই চলেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গেল মৌসুমে টানা ১১ ম্যাচ জয়ের পর ২০২০/২১ মৌসুমের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছে বাভারিয়ানরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লোকোমোটিভকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। অন্যদিকে শাখতার দোনেৎস্কের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান।

লোকোমোটিভের মাঠে সহজ জয়ের ভাবনা ছিল বাভারিয়ানদের, তবে খুব সহজে জয় ছিনিয়ে নিতে পারেনি চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটেই লেওন গোরেৎজেকার গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। আর প্রথমার্ধ শেষ হয় বাভারিয়ানদের ১-০ গোলে এগিয়ে থাকার মধ্য দিয়েই। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে লোকোমোটিভকে সমতায় ফেরায় অ্যান্তন মায়ারাঞ্চুক।

বিজ্ঞাপন

সমতায় ফিরলেও তা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি লোকোমোটিভ। গোল হজমের মাত্র ৯ মিনিট পরেই বায়ার্নকে আবারও লিড এনে দেন জশুয়া কিমিচ। এর ঠিক মিনিট খানেক আগেই অবশ্য সহজ গোল এবং ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে লোকোমোটিভ। শেষ দিকে আরও কিছু দুর্দান্ত আক্রমণ করে বায়ার্ন তবে গোলের আর দেখা না মিললে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে গ্রুপ বি’র দ্বিতীয় ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে ইন্টার মিলান। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইন্টার তবে কিছুতেই শাখতারের রক্ষণ ভাঙতে পারছিল না। ম্যাচের ১৭ মিনিটে লুকাকুর শট প্রতিহত হলে গোল হতে ২০ গজ দূরে বল পান বারেল্লা, তবে তিনি ভলিতে বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দিলে গোল বঞ্চিত হয় ইন্টার।

বিজ্ঞাপন

এরপর ২৪ ও ২৬ মিনিটে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন লুকাকু এবং লটারো মার্টিনেজ। আর প্রথমার্ধের শেষ দিকে এসে লিড নেওয়ার সহজ আরও একটি সুযোগ হাতছাড়া করে ইন্টার। দ্বিতীয়ার্ধেও ইন্টারের গোল মিসের মহড়া অব্যাহত থাকায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয় ইন্টার মিলানকে।

২০২০/২১ মৌসুম ইন্টার মিলান বনাম শাখতার দোনেস্ক উয়েফা চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ বনাম লোকোমোটিভ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর