Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে পড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে কুতিনহো


২৭ অক্টোবর ২০২০ ১৯:৪৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে জুভেন্টাসের আতিথ্য নেবে বার্সেলোনা। এর আগে এল ক্লাসিকোতে ৩-১ গোলের ব্যবধানে প্রস্তুতিটা সুখকর হয়নি কাতালানদের। এদিকে এল ক্লাসিকো হারার সঙ্গে আরও এক দুঃসংবাদ আসে বার্সার স্কোয়াডে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পেয়ে মাঠের ছিটকে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহো।

আর তাই তো জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে খেলা হচ্ছে না কুতিনহোর। অবশ্য কেবল জুভেদের বিপক্ষের ম্যাচটাই নয়, সেই সঙ্গে লা লিগার আরও দুই ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হবে কুতিনহোকে। লা লিগার বাকি দুটি ম্যাচ যথাক্রমে ক্যাম্প ন্যুয়ে আলাভেজের বিপক্ষে আর এরপর রিয়াল বেতিসের মাঠে খেলতে যাবে বার্সা।

বিজ্ঞাপন

স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে কুতিনহো কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। পরে বার্সেলোনার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতেও তা নিশ্চিত করা হয়।

বায়ার্ন মিউনিখে এক মৌসুমে ধারে খেলে আবারও বার্সেলোনায় ফেরা কুতিনহো ইতোমধ্যেই ছয় ম্যাচ খেলে ফেলেছেন। যার মধ্যে নামের পাশে দুটি গোল এবং দুটি অ্যাসিস্টও যোগ করতে পেরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ দামের এই খেলোয়াড়কে ছাড়াই তাই তো তিন সপ্তাহ মাঠে নামতে হবে বার্সেলোনাকে।

জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এবং সেই সঙ্গে ডায়নামো কিয়েভের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিও মিস করবেন কুতিনহো। তবে কুতিনহোর ইনজুরি আশির্বাদ হয়ে আসতে পারে ওসমান দেম্বেলে এবং অ্যান্তোনিও গ্রিজম্যানের জন্য। দলের প্রধান একাদশে সুযোগ ফচ্ছিল না এই দুইয়ের। তবে কুতিনহো তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় এবার মূল একাদশে খেলার সুযোগ হতে পারে তাদের।

বিজ্ঞাপন

ইনজুরিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ তিন সপ্তাহ মাঠের বাইরে ফিলিপ কুতিনহো বার্সেলোনা ব্রাজিলিয়ান মিডফিল্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর