Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন আফিফরা


২৭ অক্টোবর ২০২০ ১৯:০৯

জমজমাট বিসিবি প্রেসিডেন্ট’স কাপ শেষ হলো গত রোববার। ক্রিকেটারদের ক্রিকেটের মধ্যে রাখার লক্ষ্যে এরপর পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি, যেটা শুরু হওয়ার কথা নভেম্বরের ১৫ তারিখে। তার আগে সপ্তাহদুইয়ের একটা ছুটি। তবে ছুটি পাননি আফিফ হোসেন ধ্রুব, সুমন খান, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, আকবর আলি, রাকিবুল ইসলামের মতো তরুণরা।

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ শুরু হওয়ার আগে বিকেএসপিতে অনুশীলন শুরু হয়েছিল এইচপি দলে থাকা তরুণ ক্রিকেটারদের। প্রেসিডেন্ট’স কাপ শেষে সিনিয়ররা ছুটি পেলেও তরুণরা পূনরায় যোগ দিয়েছেন বিকেএসপির অনুশীলন ক্যাম্পে। তরুণ সম্ভাবনাময় স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব জানালেন, আসন্ন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে বিকেএসপির ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে ধ্রুব বলেছেন, ‘এখানে আমাদের অনুশীলন চলছে। টুর্নামেন্ট শুরুর আগে টি-টোয়েন্টি ম্যাচও আছে। ইনশাআল্লাহ প্রস্তুতিটা ভালোভাবেই নিতে পারবো আমরা। এই প্রস্ততিতে টুর্নামেন্টে ভালো করতে পারবো।’

আফিফ বলেন, ‘আমাদের এইচপি ক্যাম্প এই (প্রেসিডেন্ট’স কাপ) টুর্নামেন্টের আগে থেকেই শুরু হয়েছিল। আমরা যারা সুযোগ পেয়েছি তারা টুর্নামেন্টে খেলেছি আর যারা সুযোগ পায়নি তারা এখানেই (ক্যাম্পে) ছিল। আবার সবাই একত্রিত হয়েছি। ওখানে যে ভুলগুলো হয়েছি সেসব শুধরে নেওয়ার সময় পাবো আর এখান থেকে আশা করি ভালো কিছু শিখতে পারবো। এটা অবশ্যই একোটা ভালো দিক। এরকম সময়ে আমরা অনুশীলন করতে পারছি, ভালো একটা কোচের অধীনে অনুশীলম করতে পারছি। এই সুযোগটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ।’

বিজ্ঞাপন

এইচপি ক্যাম্পে ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়া যায় বললেন আফিফ, ‘এইচপি ক্যাম্পে আসলে লম্বা সময়ের একটা ক্যাম্প হয়। আগেও এমন হয়েছে। এখানে ছোট খাটো ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার পর্যাপ্ত সময় থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যে টুর্নামেন্ট আসে বিপিএল, এনসিএল, প্রিমিয়ার লিগ সেগুলোতে সাহায্য করে। এখানে লম্বা সময়ের ক্যাম্পটা বড় একটা সুযোগ। চেষ্টা করব যেন এখানে শিখে সামনে কাজে লাগানো যায়।’

অনুশীলন ক্যাম্প আফিফ হোসেন ধ্রুব বিকেএসপি বিসিবি প্রেসিডেন্ট'স কাপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর