Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সোহেল রানা


২৭ অক্টোবর ২০২০ ১৬:৪৯

ঢাকা: আর মাত্র দুই সপ্তাহ পরে নেপালের সঙ্গে প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রথম সপ্তাহজুড়ে চলছে ফিটনেস ঝালাই। কুপার টেস্ট পেরিয়ে পুরনো ফিটনেস ফিরে পেতে মাঠে অনুশীলনসহ জিমনেসিয়ামে ঘাম ঝড়াচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। ফিটনেস, ব্যক্তিগত মানসহ দলীয় মানের বিচারে বাংলাদেশকে এগিয়ে রাখছেন জাতীয় দলের মিডফল্ডার সোহেল রানা।

কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা আবাহনীর এই মিডফিল্ডার বলেন, ‘নেপালের সঙ্গে তুলনা করলে অবশ্যই আমরা (এগিয়ে)। যেহেতু ম্যাচে ছোট ছোট ভুলের কারণে আমরা হেরে যাই। কিন্তু মান হিসেব করলে আমাদের দল ভাল।’

যদিও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে নেপাল। হিমালয়ের দেশটি এখন ১৭০তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ ১৭ ধাপ পিছিয়ে ১৮৭তম স্থানে অবস্থান করছে।

তবে নেপালের চেয়ে ব্যক্তি পর্যায় ও ক্লাব পর্যায়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ এমন মন্তব্য করেন সোহেল। যুক্তি তুলে ধরলেন এভাবে, ‘আমরা স্বতন্ত্রভাবে তাদের থেকে এগিয়ে আছি। ওরা দল হিসেবে ভাল খেলে। কিন্তু এএফসি কাপে দেখুন তারা আমাদের দলের সাথে পাত্তা পায় না। আমাদের ক্লাব ফুটবল তাদের থেকে এগিয়ে আছে। আমরা যখন মাঠে খেলি বুঝতে পারি তাদের থেকে এগিয়ে আছি।’

নিকট অতীত অবশ্য নেপালের পক্ষে। সাফ ফুটবলের গত দুই ম্যাচে তাদের কাছে হেরেছে লাল-সবুজরা। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিই জিতেছে নেপাল। ঢাকার মাঠে গেল সাফেতো ড্র করলেই সেমি ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ হেরে হাতছাড়া করেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এবার জয়ের জন্য সর্বোচ্চ দিতে প্রস্তুত হচ্ছেন সোহেল রানারা। সোহেল বললেন, ‘সামনের ম্যাচে এই ছোট ছোট ভুলগুলো করতে চাই না। ম্যাচ জেতার লক্ষ্যেই আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

১৩ ও ১৭ নভেম্বর দুটো ম্যাচকে সামনে রেখে ২৪ অক্টোবর থেকে অনুশীলন শুরু করেছেন জাতীয় ফুটবলাররা।

দীর্ঘ ৭ মাস ধরে মাঠের বাইরে থাকা ফুটবলারদের ফিটনেসের যে ঘাটতি হয়েছে তা পূরণ করা হবে প্রথম সপ্তাহজুড়ে। এরপরে গেম প্লানে নামবে ফুটবলাররা।

সোহেলে জানালেন প্রস্তুতির সারমর্ম, ‘প্রথম সপ্তাহ ফিটনেসের উপরে জোর দিচ্ছেন কোচেরা। যেহেতু আমরা লম্বা সময় খেলার বাইরে ছিলাম। আজকে এন্ডুরেন্সের উপর কাজ করেছেন। প্রথমে ৪৫ মিনিট বলের উপরে কাজ করিয়ে পরে এনাডুরেন্সের উপরে কাজ করিয়েছেন কোচরা। পুরো ফিটনেস পেতে আর কিছুদিন সময় লাগবে।’

আর দুদিন পরেই দলের সঙ্গে যুক্ত হবেন জেমি ডেসহ বিদেশি কোচরা। ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী যোগ দিবেন ২৮ অক্টোবর। আর জামাল ভূঁইয়া ২৯। বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার যোগ দিবেন আজকে।

নেপাল ফুটবল ফুটবলার সোহেল রানা বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর