আর্সেনালের ঘরে ৪৭ বছরের আক্ষেপ ঘুচল লেস্টারের
২৬ অক্টোবর ২০২০ ১০:১৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৪:৪০
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৪৭ বছর পর এই প্রথম জয়ের দেখা পেল লেস্টার সিটি। ১৯৭৩ সালে লিগ ম্যাচে আর্সেনালকে তাদেরই ঘরের মাঠে হারানোর পর ২০২০ সালে এসে আবারও জয়ের দেখা পেল লেস্টার সিটি। ২০২০/২১ মৌসুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে আর্সেনাল-লেস্টার মুখোমুখি হয়। যেখানে ম্যাচের শেষ দিকে জেমি ভার্দির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় আলেকক্সান্ডার লাকাজেত অবশ্য হেডে বল জালে জড়ায় কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। এর মিনিটখানেক আগে অবশ্য আর্সেনালের রক্ষণ ভেঙে ঢুকে পড়েছিল লেস্টার। তবে সে যাত্রায় রক্ষা পেয়েছিল গানার্সরা। আর এভাবেই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়। স্বাগতিক দল হিসেবে আধিপত্য বিস্তার করে প্রথমার্ধ কাটায় আর্সেনাল। যেখানে তারা ১১বার আক্রমণ করে তিনটি শট করে লক্ষ্য বরাবর। তবে আশাহত হয় প্রতিবারই।
ম্যাচের দ্বিতীয়ার্ধে লেস্টারও আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে কিছুতেই মিলছিল না গোলের দেখা। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে গিয়ে জয়সূচক গোল করেন ইংলিশ জেমি ভার্দি। ডানদিক থেকে আসা ক্রসে ফাঁকা জালের সামনে বল পেয়ে যান ভার্দি, আর সেখান থেকেই বল জালে জড়ান তিনি। এটি আর্সেনালের বিপক্ষে ১২ ম্যাচে তার ১১তম গোল।
এই জয়ের পর ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে লেস্টার সিটি। অপরদিকে ছয় ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান দশম।
আর্সেনাল বনাম লেস্টার সিটি ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ জেমি ভার্দি