Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু নতুন ক্রিকেটার পেয়েছি: বিসিবি সভাপতি


২৫ অক্টোবর ২০২০ ২৩:১২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৯:০২

মহামারী করোনাভাইরাসের আতঙ্ককে পাশ কাটিয়ে বেশ কয়েকটি দেশ ক্রিকেটে ফিরলেও বাংলাদেশের ক্রিকেটে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। গত সেপ্টেম্বরে শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে যায় শ্রীলঙ্কা সিরিজ। তড়িৎ সিদ্ধান্তে সেই সময় ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে প্রেসিডেন্ট’স কাপ আয়োজনের পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনাটা দারুণভাবেই সফল।

৫০-৬০ জন ক্রিকেটারকে নিয়ে দুর্দান্ত একটা টুর্নামেন্ট হয়ে গেল। এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছেন ক্রিকেটাররা। তাছাড়া তিন দলের টুর্নামেন্টটা ছিল জমজমাট প্রতিযোগিতাপূর্ণ। আজ ফাইনাল ম্যাচ শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন কিছু ক্রিকেটারও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আসরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। পেস ডিপার্টমেন্টে তরুণ শরিফুল ইসলাম ও সুমন খান সম্ভাবনাময় পারফর্ম করেছেন। ব্যাটিংয়ে প্রসাংশা কুড়িয়েছেন তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুরের মতো তরুণরা। পাপন বলেছেন আগেই যারা জাত চিনিয়েছেন তারা তো আছেনই, সঙ্গে এই কজন তরুণকেও পাওয়া গেল।

রোববার (২৫ অক্টোবর) বিসিবি বস ফাইনাল শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই পুরো ম্যানজেমেন্টকে, যারা যেখানে এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সুন্দরভাবে শেষ হয়েছে এটা। নিয়মিত যেসব খেলোয়াড়দের কাছে আমরা রান আশা করেছিলাম সেটা অবশ্য হয়নি। তবে হয়নি হয়নি করেও মুশফিক তো রান করেছে। লিটন দাস শেষ ম্যাচে গিয়ে রান পেয়েছে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ইতিবাচক দিক হলো নতুন অনেকে ভাল করেছে। সবচেয়ে ভাল লেগেছে তাসকিন যেভাবে ফিরেছে। একটা সময় ভেবেছিলাম ও হয়ত আর জাতীয় দলে ফিরবেই না। কিন্তু ও খুব ভাল করেছে। রুবেল যাকে নিয়ে আমরা ভাবছিলাম। রুবেল দারুণ বল করেছে। শুধু তাই না সুমন খান নতুন ছেলে দেখছি। ইবাদত ভাল করেছে, আল-আমিন ভাল করেছে। এখানটায় আমরা বেশ কিছু খেলোয়াড় নিয়ে আমাদের যে সন্দেহ ছিল তা ভেঙ্গে গেছে। তারা ফিরেছে।’

বিজ্ঞাপন

‘ব্যাটিংয়ে দেখেন ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। সব ম্যাচে খুব চাপের মধ্যে সে এসে পারফর্ম করেছে। আরেকটা ছেলে তৌহিদ হৃদয়, ও হয়ত আহামরি কিছু করেনি। কিন্তু জুটিতে থেকেছে। মুশফিকের সাথে, ইরফানের সাথে সাপোর্ট দিয়ে গেছে। মাহেদি হাসান। ওকে আগে থেকেই চিনি। অলরাউন্ডার হিসেবে ওর ভাল সম্ভাবনা আছে। ব্যাটিংও করে, বলও ভাল করে। পেস বোলিং আমাদের বড় দুর্বলতা ছিল। এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেসাররা ভাল করেছে। শরিফুল ভাল করেছে। আমাদের ভাল যারা আছে তো আছেই। নতুন আরও কিছু প্লেয়ার পেয়েছি।’

টপ নিউজ তাসকিন আহমেদ নাজমুল হাসান পাপন বিসিবি বিসিবি প্রেসিডেন্ট'স কাপ রুবেল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর