Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে জাতীয় ক্রিকেটারদের ম্যাচে বৃষ্টির বাধা


২৫ অক্টোবর ২০২০ ১১:৩৪

ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শনিবার সকাল ১১টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দ্য ক্রিকেটার্স ফরিদপুরের আয়োজনে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনেক চেষ্টা করেও দুপুর পর্যন্ত বৈরী অবহাওয়া ও বৃষ্টির কারনে ম্যাচ মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

উদ্বোধনের পর ডমিনেটরস টিম বনাম ফরিদপুর ক্রিকেট একাডেমির সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে বৈরী অবহাওয়া ও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহণ করেন নাইম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানীর মতো ক্রিকেটাররা fআর ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে নির্জন, শিবলী, আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন, মঞ্জুর অংশ নেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ক্রিকেট একাডেমির আহবায়ক, দ্য ক্রিকেটার্স ফরিদপুরের এডমিন খন্দকার নাজমুস সাকিব তন্ময় এর সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোসলেম উদ্দিন, জাতীয় দলের ক্রিকেটার নাইম ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠশালার প্রতিষ্ঠাতা মো. রোকনউদ্দিন রুমন।

ডমিনেটরস টিম বনাম ফরিদপুর ক্রিকেট একাডেমি নাইম ইসলাম ফরিদপুরে জাতীয় ক্রিকেটাররা বৃষ্টিতে খেলা পণ্ড মোহাম্মদ মিঠুন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শামসুর রহমান শেখ জামাল ষ্টেডিয়াম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর