ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা, নেপালের সঙ্গে জয়ের আশা
২৩ অক্টোবর ২০২০ ২০:১৩
ঢাকা: নভেম্বরে ফিফা ফেন্ডলি ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। ক্যাম্পে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে ২১ জন রিপোর্ট করেছেন আজ। বসুন্ধরা কিংসের ১২ জন ক্যাম্পে যোগ দিবেন ২৭ অক্টোবর।
নেপাল ম্যাচে জিততে সকল প্রস্তুতি নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ফুটবলাররা।
আজ শুক্রবার রাজধানীর ফারস হোটেলে ২১জন ফুটবলার রিপোর্ট করেছেন। স্বস্তির খবর, করোনা পরীক্ষায় সবারই করোনা নেগেটিভ এসেছে।
ক্যাম্পে যোগ দেয়া সব ফুটবলারই ব্যক্তিগত করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানা যায়। শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন ফুটবলাররা।
দলের প্রাণভোমরা জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দিবেন ২৯ অক্টোবর আর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী যোগ দিবেন ২৮ অক্টোবর।
১৩ ও ১৭ নভেম্বর নেপালের সঙ্গে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে জিততে সব চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বলেন, ‘দুটো ম্যাচই জিততে চাই। যা যা চ্যালেঞ্জ সবকিছু নিতে চাই।’
প্রথমবারের মতো ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলার নাজমুল ইসলাম রাসেল বলেন, ‘অনেকদিন ধরেই লিগে খেলছি, স্বপ্ন ছিল জাতীয় দলে খেলবো। এবার ডাক পেয়েছি। মানিসকভাবে প্রস্তুত আছি। পুরো ফিট হতে সবকিছুই করবো। জেতার জন্য নামবো।’
আগামী ২৭ অক্টোবর ছুটিতে থাকা বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার যোগ দিবেন ক্যাম্পে। কিংসের আরও দুই ফুটবলার মতিন মিয়া ও মাসুক মিয়া জনির ইনজুরি সম্পূর্ণ ভালো না হওয়ায় তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে আপাতত যোগদান করতে পারছেন না বলে জানা যায়।
জেমি ডেসহ বিদেশী কোচেরা ক্যাম্পে যোগ দিবেন ২৯ অক্টোবর। তাদের ছাড়াই এই কয়েকদিন দলকে অনুশীলন করাবেন কোচ মাসুদ পারভেজ কাওসার, সৈয়দ গোলাম জিলানী, মোস্তফা আনোয়ার পারভেজ। ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের সঙ্গে থাকছেন ফুয়াদ হাওলাদার পারভেজ। আর অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি জাতীয় দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
নেপাল ফুটবল বাফুফে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ