Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলারদের মাঠে ফেরানো দরকার: কাজী সালাউদ্দিন


২৩ অক্টোবর ২০২০ ২০:০৫

ঢাকা: ফুটবলারদের মাঠে ফেরানোর প্রয়োজনীয়তা থেকে নেপালের সঙ্গে ম্যাচ আয়োজন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘ফুটবল ব্যাক করাটার ম্যাসেজটা দেয়া দরকার। ফুটবলারদের মাঠে ফেরানো দরকার।’

আজ শুক্রবার ফোর্টিজ গ্রাউন্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন বাফুফের চতুর্থবারের মতো সভাপতি।

কাজী সালাউদ্দিন বলেন, ‘নেপাল ম্যাচ নিয়ে কিছু কথা হচ্ছে। প্লেয়াররা হারতে পারতে এমন। কেননা ৬ মাস থেকে তারা খেলে না ইত্যাদি। হারলে পাবলিক খারাপ ভাবে দেখবে। কিন্তু আমার পয়েন্ট অব ভিউটা দেখেন, খেললে হার জিত আছে। আর আমি যদি হারার ভয়ে ফুটবলই শুরু না করি তাহলে ফুটবল মাঠে নামবে কীভাবে?’

নেপাল ম্যাচে হার-জিতের থেকে দেশের মাটিতে ফুটবল ফেরানোকে বেশি জোর দেয়ার কথা বলেছেন তিনি, ‘আমরা চিন্তা করেছি ফুটবল দিয়ে করোনাভাইরাসের মধ্য দিয়ে ফুটবলটাকে মাঠে আনবো। আমি সোজা পথে গেলাম তাতে লাভ কি? আমাদের যুদ্ধ করে যেতে হবে। হারি জিতি কোন ব্যাপার না এতে। কাতার-ভারতের সঙ্গে বাংলাদেশ খেলেছে।’

ফোর্টিজ গ্রাউন্ডে পরিদর্শন করার পেছনে লক্ষ্য নির্ধারণ করেছে কাজী সালাউদ্দিন।

করোনা বিরতির পর পুনারায় বেরাইদের ফোর্টিজে ফুটবল একাডেমির কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এবার অনূর্ধ্ব-১৩ থেকে শুরু করতে চায় ফেডারেশন। আগামী এক মাসের মধ্যে একাডেমির কার্যক্রম শুরু করতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

নির্বাচনী ইশতেহারের শর্ত পূরণে অনূর্ধ্ব-১০-১২ লেভেলের বয়সভিত্তিক দলকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থার পরিকল্পনার কথা ভাবছেন কাজী সালাউদ্দিন।

বিজ্ঞাপন

কাজী সালাউদ্দিন বাফুফে বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর