Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিশের ফিফটিতে শেষ চারের দৌড়ে হায়দ্রাবাদ


২৩ অক্টোবর ২০২০ ০৫:১৭

করোনাকালের আইপিএলে শেষ চারে টিকে থাকবে কোন দল- সেই হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। আজ রাজস্থান রয়্যালসকে হারিয়ে এই লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের ৪০তম ম্যাচে রাজস্থানকে আজ ৮ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটি করতে নেমেছিল রাজস্থান। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যার্টিং অর্ডার ওলট-পালট করে খেলা রাজস্থান আজও ব্যাটিং অর্ডার পাল্টেছে। টপ অর্ডার থেকে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যাটিং করতে নেমেছিলেন পাঁচ নম্বরে। সাঞ্জু স্যামসনকে পাঠানো হয়েছিল তিনে। সফল হতে পারেননি কেউই।

বিজ্ঞাপন

সেট হয়েছিলেন বেশ কয়েকজন ব্যাটসম্যান। কিন্তু জেসন হোল্ডার, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে রাজস্থান। ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন স্যামসন। ৩২ বলে ৩০ করেছেন বেন স্টোকস।

হায়দ্রাবাদের হয়ে জেসন হোল্ডার ৪ ওভারে ৩৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। রশিদ খান ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

পরে জবাব দিতে নেমে হায়দ্রাবাদের শুরুটা ভালো হয়নি। জোফরা আর্চারের পেস তোপে ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে দলটি। তবে এরপর মনিশ পান্ডিয়া ও বিজয় শঙ্কর দাঁড়িয়ে গেলেন দারুণভাবে। তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন দুজন।

পান্ডিয়া ৪৭ বলে ৪টি চার ৮টি ছক্কায় ৮৩ রান করে অপরাজিত ছিলেন। ৫১ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন বিজয় শঙ্কর। ১৮.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৬ রান তুলে ফেলে হায়দ্রাবাদ। রাজস্থানের হয়ে আর্চার ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

বিজ্ঞাপন

আইপিএল ২০২০ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর