Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালীন প্রথম ‘এল ক্লাসিকো’র প্রস্তুতি সম্পন্ন


২২ অক্টোবর ২০২০ ২০:৪৮

আবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ক্লাব ফুটবল ম্যাচ ‘এল ক্লাসিকো’। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে এফসি বার্সেলোনা।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে অবিশ্বাস্য আর শ্বাসরুদ্ধকর সব ম্যাচ লাইভ দেখিয়েছে শতাধিক লা লিগা পার্টনার। ৯০তম মৌসুমে এসেও সারাবিশ্বের বিনোদন জগতে এর আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। বছরের পর বছর লা লিগা এল ক্লাসিকো ভক্তদের দিয়েছে অবিশ্বাস্য প্রতিভাধর সব খেলোয়াড়দের পায়ের জাদু দেখার সুযোগ। তাদের মধ্যে রয়েছেন ইয়োহান ক্রুইফ, আলফ্রেডো ডি স্টেফানো এবং সাম্প্রতিক সময়ের রোনালদিনহো, সার্জিও রামোস, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো মহাতারকারা। এল ক্লাসিকো শুধু তারকা খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়া দক্ষতাই দেখায়নি, সেরা প্রযুক্তি ব্যবহার করে খেলার অবিস্মরণীয় মুহূর্তগুলোও সম্প্রচার করেছে চমৎকারভাবে।

বিজ্ঞাপন

করোনাকালীন প্রথম এল ক্লাসিকো

বিশ্বজুড়ে করোনার প্রকোপে চলমান লকডাউনে কয়েক মাস আগেও এল ক্লাসিকো বা লা লিগার ফুটবল ম্যাচ উপভোগ করা অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে লা লিগার কার্যকর #ব্যাকটুউইন কৌশলের ফলে ২০১৯-২০ মৌসুমের লা লিগা সান্তান্দার মাত্র ৩৯ দিনে শেষ করা গেছে, যেখানে একজন খেলোয়াড়ও করোনা আক্রান্ত হননি। এছাড়া ২০২০-২১ মৌসুমও শুরু হয়েছে সেপ্টেম্বরের শুরুতে, একদম সময়মতো। লা লিগার বহুমুখী কৌশলের মধ্যে উল্লেখযোগ্য ছিল নিয়মিত কোভিড-১৯ টেস্ট করার মাধ্যমে খেলোয়াড়দের ব্যক্তিগত বাসস্থানে এবং দৈনন্দিন চলাফেরায় স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস নিশ্চিত করা।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে এল ক্লাসিকোকে ঘিরে শতাধিক আয়োজন

যদিও করোনাকালীন স্বাস্থ্যঝুঁকির কারণে সরকারি বিধিনিষেধ থাকায় ভক্তরা ন্যু ক্যাম্পে গিয়ে সশরীরে খেলা উপভোগ করতে পারবেন না এবং এই প্রথম এল ক্লাসিকো ভিন্নভাবে আয়োজিত হতে যাচ্ছে। তবুও লা লিগা নিশ্চিত করেছে যে বিশ্বব্যাপী ভক্তরা যেন ক্লাব ফুটবলের সেরা এই আয়োজনে এক হতে পারে।

এল ক্লাসিকোকে ঘিরে বিশ্বজুড়ে শতাধিক আয়োজন হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সাংহাইয়ে সাতশ জন ভক্তের জন্য একসঙ্গে খেলা দেখার সুযোগ এবং আফ্রিকা মহাদেশের ভিয়েতনাম, দুবাই, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া ও অন্যান্য দেশের ভক্তদের জন্য ওয়াচ পার্টির ব্যবস্থা। এদিকে লাতিন আমেরিকার মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডর এবং আর্জেন্টিনাজুড়ে একাধিক ড্রাইভ-ইন সিনেমা লোকেশনে ভক্তরা তাদের নিজস্ব গাড়িতে বসেই উপভোগ করতে পারবেন ম্যাচগুলো।

লা লিগার সবচেয়ে সেরা আসর এল ক্লাসিকো বিনোদনের ক্ষেত্রে যে অন্য সব খেলার আসর থেকে আলাদা, ভক্তদের সেটি মনে করিয়ে দিতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, সেনেগাল, কলম্বিয়া ও তাজিকিস্তানের সুপরিচিত জায়গাগুলোতে লাল গালিচা বিছিয়ে ‘প্রিমিয়ার’ শো উদযাপন করবে লা লিগা।

সম্প্রচারে অপ্রতিদ্বন্দ্বী এল ক্লাসিকো দেবে অনন্য ডিজিটাল অভিজ্ঞতা

বিশ্বজুড়ে প্রায় ৬৫ কোটি ভক্ত যে যেখানেই থাকুক, এবারের এল ক্লাসিকো দেখার অভিজ্ঞতা হবে অন্য যেকোনোবারের চেয়ে আলাদা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও অগমেন্টেড রিয়েলিটির (এআর) মাধ্যমে সম্প্রচারের নতুন গ্রাফিক্স ও ম্যাচ পরিসংখ্যান দেখার ক্ষেত্রে ভিন্নরকম আর পরিপূর্ণ একটি অভিজ্ঞতা পেতে যাচ্ছেন ভক্তরা। লা লিগা স্টেডিয়ামে না গিয়েও ভক্তরা ভার্চুয়াল ক্রাউড ও অডিও প্রযুক্তির মাধ্যমে খেলার মাঠের মতোই ভিড় এবং দর্শকদের উত্তেজনা উপলব্ধি করতে পারবেন ঘরে বসেই। ১৪টি লা লিগা সান্তান্দার স্টেডিয়াম এখন এরিয়াল ক্যামেরা ও ড্রোন দিয়ে সজ্জিত। ফলে ভিন্ন রকম এবং নতুন নতুন অ্যাংগেল থেকে খেলা দেখা যাবে, যা দেখে মনে হবে একদম চোখের সামনে খেলা হচ্ছে। ভারতে লা লিগার ফেসবুক পেজ থেকে সরাসরি বিনামূল্যে দেখা যাবে এল ক্লাসিকো।

এল ক্লাসিকোর তারকারা

বরাবরের মতো এবারো ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ তারকারা তাদের কোটি কোটি দর্শকের কাছে আসবেন এল ক্লাসিকোর মাধ্যমে। সবচেয়ে বেশি সংখ্যক গোলদাতা ও ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি এবং সবচেয়ে বেশি সংখ্যক এল ক্লাসিকো ম্যাচ খেলা রামোসের মতো তারকাদের দেখা পাওয়া যাবে এই মৌসুমে। এই মহাতারকাদের পাশাপাশি লুকা মডরিচ, জেরার্ড পিকে, করিম বেনজিমা, ফ্রেংকি ডি জং ও থিবো কোর্তোয়ার মতো আন্তর্জাতিক তারকারাও থাকছেন। এছাড়াও এল ক্লাসিকোর ৯০তম মৌসুমে আলোচনায় থাকবেন এবারের নতুন মুখরা।

ডাচ কোচ এবং সাবেক বার্সা কিংবদন্তি রোনাল্ড কোম্যান এই মৌসুমে আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে ন্যু ক্যাম্পে ফিরেছেন পুরো দলকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে। এই মৌসুমে ইউরোপে দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত কিছু সিদ্ধান্ত নিয়েছেন। যেমন— লা লিগায় বার্সেলোনাকে প্রতিনিধিত্বকারী প্রথম আমেরিকান হিসেবে সার্জিনো দেস্ত, ত্রিনকো ও মিরালেম পজনিক-এর খেলোয়াড়দের দলে আনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও কোম্যানের মতোই তার ক্লাব ও এল ক্লাসিকোর ইতিহাসে অন্যতম নায়ক। কোভিড পরবর্তী সময়ে গত মৌসুমের পর তিনি দলে তেমন একটা পরিবর্তন না এনে বর্তমান স্কোয়াডকে নিয়েই লা লিগা সান্তান্দার জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।

এই মৌসুমে এল ক্লাসিকোতে অনূর্ধ্ব-২১ অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আনসু ফাতি, বার্সেলোনার সর্বকনিষ্ঠতম গোলদাতা সার্জিনো দেস্ত এবং রিয়াল মাদ্রিদে নরওয়েজিয়ান বিস্ময়বালক মার্টিন অডেগার্ড ও ভিনিসিউস জুনিয়র। ধরেই নেওয়া যায়, এবারের এল ক্লাসিকো হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। বিশ্বের সেরা ফুটবলার ও ফুটবলপ্রেমীদের জন্য অনেক চমক নিয়ে অপেক্ষা করছে এল ক্লাসিকো।

এল ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর