Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সিরিজের অনুমোদন দিল দক্ষিণ আফ্রিকা সরকার


২২ অক্টোবর ২০২০ ১২:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৬:৪৫

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকাও। আগামী নভেম্বরেই সীমিত ওভারের ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে ইংল্যান্ড। বুধবার (২১ অক্টোবর) ইংলিশদের সীমিত ওভারের সিরিজের সফরের অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার।

দক্ষিণ আফ্রিকা সরকারের অনুমতি পাওয়ার বিষয়টি এদিন এক বিবৃতিতে নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিএসএ’র পাশাপাশি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞাপন

ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ইংল্যান্ডের খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ছাড়পত্র প্রদান করেছে।’

এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ওয়ানডে খেলবে ইংল্যান্ড। খেলা মাঠে গড়াবে আগামী ২৭ নভেম্বর, আর শেষ হবে ৯ ডিসেম্বর। কেপ টাউন ও পার্লেতে অনুষ্ঠিত হবে গোটা সিরিজটি। করোনা সংক্রমণ এড়াতে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৭ নভেম্বর কেপ টাউনে। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পার্লেতে এবং তৃতীয়টি কেপ টাউনে। এরপর ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কেপ টাউনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডেটি। ৬ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে, আর ৯ ডিসেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে কেপ টাউনে।

সিরিজের উদ্দেশে আগামী ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরবে ইংলিশরা। সিরিজ শুরুর আগে নিজেদের মাঝে তিনটি আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। করোনার প্রাদুর্ভাবে গত মার্চে সিরিজ শেষ না করেই ভারত থেকে দেশে ফিরে এসেছিল প্রোটিয়ারা। করোনা পরবর্তী সময়ে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। অন্যদিকে করোনাকালেও একের পর এক সিরিজ খেলে যাচ্ছে ইংল্যান্ড দল। ঘরের মাঠে এর মধ্যেই তিনটি সিরিজ খেলে ফেলেছে তারা। এটি তাদের চতুর্থ সিরিজ হতে যাচ্ছে তবে ঘরের বাইরে এটিই তাদের প্রথম সিরিজ।

বিজ্ঞাপন

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর ইসিবি ক্রিকেট সাউস আফ্রিকা দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড সরকারের অনুমতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর