Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জটিল সমীকরণের অঘোষিত সেমি, জিততেই হবে তামিমদের


২০ অক্টোবর ২০২০ ১৮:০৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২২:০৪

প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টে আগামীকালের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে। আর এই ম্যাচের সমীকরণটি এমন— ফাইনালে খেলতে হলে তামিম ইকবাল একাদশকে জিততেই হবে। শান্ত একাদশের কাছে কোনোরকমে পা হড়কালেই বিপদ। সেক্ষেত্রে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপার নির্ধারী ম্যাচটি খেলবে শান্ত ও মাহমুদউল্লাহ একাদশ। তবে তামিম ইকবালের দল জিতলে তাদের ফাইনাল খেলা নিশ্চিত। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ একাদশ আর শান্ত একাদশকে মুখোমুখি হতে হবে জটিল সমীকরণের!

বিজ্ঞাপন

সেই সমীকরণের দিকে কিছুটা আলোকপাত করা যাক। অঘোষিত সেমিফাইনালে যদি তামিম একাদশ অল্প ব্যবধানে জিতে যায়, তাহলে কপাল পুড়বে মাহমুদউল্লাহ একাদশের। তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে তামিমদের সঙ্গী হবে শান্ত একাদশ।

আবার যদি এমন হয়— তামিম একাদশ শান্ত একাদশের বিপক্ষে বড় ব্যবধানে জিতে যায়, তাহলেই চিত্র পাল্টে যাবে। তখন ফাইনালের মিশন থেকে ছিটকে যাবে শান্ত একাদশ। ফাইনালে তামিম একাদশের প্রতিপক্ষ থাকবে মাহমুদউল্লাহ একাদশ। আবার হার ব্যবধান স্বাভাবিক হলেও তিন দলের পয়েন্ট হবে সমান। তখন নেট রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যাবে মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল।

প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের এখনকার চিত্র অনুযায়ী ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও ০.৮৬৭ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে শান্ত একাদশ। এক ম্যাচ বেশি খেলে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্টে ও -০.৪৪২ নেট রান রেটে দুইয়ে মাহমুদউল্লাহ একাদশ। আর ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট ও -০.৩১১ নেট রান রেট নিয়ে টেবিলের তিনে তামিম একাদশ।

প্লেয়িং কন্ডিশনে যেহেতু প্রথমে জয়-পরাজয় ও পরে নেট রান রেটের হিসাবকেই অগ্রগণ্য ধরা হচ্ছে, সেহেতু বোঝাই যাচ্ছে বুধবারের (২১ অক্টোবর) ম্যাচে টেবিলের তলানিতে থাকা তামিম ইকবালদের স্রেফ জিতলেই হবে। কারণ জিতলেই তাদের পয়েন্ট হবে ৪। তবে মাহমুদুল্লাহদের তুলনায় রান রেটে এগিয়ে থাকায় তারা চলে যাবে ফাইনালে। তখন মাহমুদুল্লাহদের ছিটকে পড়তে হবে। তামিমরা অনেক বড় ব্যবধানে জয় পেলেও তাদের জন্য সমীকরণ একই থাকছে। তখন শান্তদের রান রেট মাহমুদুল্লাহদের চেয়ে পিছিয়েও আসতে পারে! ফলে তাদের ছিটকে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

এমন জটিল সমীকরণের মধ্য দিয়েই আগামীকাল গড়াচ্ছে প্রেসিডেন্ট’স কাপের লিগ পর্বের শেষ ম্যাচটি। যেখানে তামিম একাদশ মোকাবিলা করবে শান্ত একাদশকে।

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রির অঘোষিত সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

অঘোষিত সেমি টপ নিউজ তামিম একাদশ প্রেসিডেন্টস কাপ মাহমুদুল্লাহ একাদশ শান্ত একাদশ সেমিফাইনাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর