Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নের স্পেল একেই বলে!


১৯ অক্টোবর ২০২০ ১৯:২৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২৩:২৯

তামিম ইকবাল একাদশের বিপক্ষে বল হাতে নেমেই চার খেয়ে গেলেন রুবেল হোসেন। ইনিংসের একেবারে প্রথম ডেলিভারিটি গ্ল্যান্স করে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন অধিনায়ক তামিম ইকবাল। অবশ্য ওই শেষ। এরপর ২৯টি বলের ২৮টিই ডট দিলেন প্রেসিডেন্ট’স কাপ একাদশে উড়ন্ত ছন্দে থাকা এই পেসার। ভেলকির শেষ এখানেই নয়। এই সময়ে একে একে ক্রিজ ছাড়া করেছেন তিন ব্যাটসমান; এনামুল হক বিজয়, তানজিদ হাসান ও মোহাম্মদ মিঠুনকে। প্রথম স্পেলে ৫ ওভার বোল করে ৩ মেডেন সমেত মাত্র ৫ রানের বিনিময়ে ৩ উইকেট। স্বপ্নের স্পেল বোধ হয় একেই বলে!

বিজ্ঞাপন

আর দশ ওভার শেষে ৪ মেডেন ও ৩৩ রানের বিনিময়ে নামের পাশে ৪টি উইকেট। মূলত তার এই দাপুটে বলেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রানের মামুলি সংগ্রহে সক্ষম হয়েছে তামিম একাদশ।

করোনাকাল সম্ভবত রুবেলের জন্য আশীর্বাদ হয়েই ধরা দিয়েছিল! তা না হলে এভাবে জ্বলে উঠবেন কেন রুবেল? অবশ্য উদ্বোধনী ম্যাচে স্বরুপে উদ্ভাসিত হতে পারেননি। ৭ ওভার বল করে ওই ম্যাচে উইকেটশূন্যই থাকতে হয়েছিল।

তবে ফিরেছেন তার পরের ম্যাচেই। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাত্র ৫ ওভারে ১৬ রানের বিনিময়ে থলিতে পুড়েছেন ৩টি উইকেট। পরের ম্যাচেও উইকেট সংখ্যা তাই। ১০ ওভারে ৫৩ রান দিলেও ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ৩ ব্যাটসম্যানকে।

এই পর্যন্ত খেলা মোট চার ম্যাচে তার উইকেট সংখ্যা ১১টি। রানের হিসেবেও ছিলেন বেশ কিপ্টে। ৪ ম্যাচে মোট ৩২ ওভার বল করে ৪.১৪ গড়ে রান দিয়েছেন ১৩৩টি।

টপ নিউজ তামিম একাদশ বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মাহমুদউল্লাহ একাদশ রুবেল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর