Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের সঙ্গে ‘শ্রীলঙ্কার মতো’ ব্যবহার করবে না বাংলাদেশ


১৯ অক্টোবর ২০২০ ১৮:৫২

ঢাকা: নভেম্বরে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে নেপাল। গত মাসে ক্রিকেট সফর নিয়ে শ্রীলঙ্কা যেমন কঠোর হয়েছিল সে পথে হাটবে না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বলেন, ‘কোভিড-১৯ একটা বড় সমস্যা। তারপরেও যেহেতু অনেকদিন পর একটা আন্তর্জাতিক ম্যাচ হবে এজন্য ওতো কঠোর হবো না। শ্রীলঙ্কা যত কঠোর হয়েছিল আমরা ওতটা কঠোর হবো না।’

নেপাল সফরে কোভিড প্রটোকল নিয়ে প্রশ্নের জবাবে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সাংবাদিক এমন মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

কোভিড প্রটোকল মেনে স্বাস্থ্যবিধিতে একটু শিথীল করা হবে বলে জানান জাহিদ আহসান রাসেল। বলেন, ‘করোনার কারণে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোর হবো। তবে যথাযথ স্বাস্থবিধি মেনে খেলা আয়োজনের সমস্ত প্রকার ব্যবস্থা নেয়া হবে।’

চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলির সূচি। প্রথম ম্যাচ হবে ১৩ নভেম্বর। এর চারদিন পর ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু-দল। প্রীতি ম্যাচের জন্য ২৩ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে। আর হেড কোচ জেমি ডে দলের সঙ্গে যুক্ত হবেন ২৮ অক্টোবর। আর ম্যাচ উপলক্ষে আগামী ৫ নভেম্বর ঢাকায় আসার কথা নেপালের।

জানা যায়, করোনার প্রটোকল হিসেবে ঢাকায় আসার আগে ও পরে একবার করে করোনা পরীক্ষা করতে হবে নেপাল দলকে। ঢাকায় এসে সাতদিনের কোয়ারেন্টিনে যেতে হবে হিমালয়ের দেশটিকে। তবে ৫ তারিখ ঢাকায় আসার কথা থাকলেও ঠিক কবে আসছে নেপাল তা এখনও চূড়ান্ত করেনি নেপাল। আজকে একটি চিঠি পাঠানোর কথা থাকলেও তা পাঠায়নি হিমালয়ের দেশটি।

বিজ্ঞাপন

প্রীতি ম্যাচকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশও ক্যাম্প শুরু করবে আগেভাগেই। সব কিছু ঠিক থাকলে ২৩ অক্টোবর ট্রেনিং শুরু করবে জামাল ভূঁইয়ারা। ফারস হোটেলে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করার কথা শোনা যাচ্ছে। আর বিদেশী কোচিং স্টাফ দলের সঙ্গে যুক্ত হবেন ২৮ অক্টোবর।

এবার দুটি ম্যাচই হবে ঢাকার মধ্যে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে রাখা হয়েছে। সবশেষ ২০১৮ তে নেপালের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফের সে ম্যাচে ২-০ গোলে হেরেছিলো লাল সবুজ বাহিনী।

নেপাল ফুটবল বাফুফে বাংলাদেশ ফুটবল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শ্রীলঙ্কা ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর