Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিডল অর্ডারের প্রতিরোধে তামিমদের ২২১


১৯ অক্টোবর ২০২০ ১৭:৩৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৭:৪৬

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের সার্বিক মূল্যায়নে একদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, ‘আশা করি দিন যতো যাবে ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফটা ততো উন্নত হবে’। নান্নু সম্ভবত টপ অর্ডারের কথাই আলাদা করে বলতে চেয়েছিলেন। টুর্নামেন্টের শুরু থেকেই যে ব্যর্থ টপ অর্ডার ব্যাটসম্যানরা। ব্যর্থতা ঘুচল না পঞ্চম ম্যাচে এসেও। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হয়ে সুবিধা করতে পারেননি তামিম একাদশের ব্যাটসম্যানরা। তবে মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কনরা প্রতিরোধ গড়লে শেষ পর্যন্ত ২২১ রানের সংগ্রহ পেয়েছে তামিম একাদশ।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। যদিও এর আগের ম্যাচগুলোতে সব অধিনায়কই টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। ভিন্ন সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারেননি তামিম একাদশের টপ অর্ডার।

আজও শুরুতে রুবেল হোসেনের পেস আগুনে পুড়েছেন তামিমরা। দলীয় ৯ রানের মাথায় তরুণ তানজিদ হাসান তামিমকে নাঈম শেখের ক্যাচ বানান রুবেল। এরপর ১১ থেকে ১৭ এই ছয় রানের ব্যবধানে একে একে বিদায় নেন তামিম ইকবাল (৯), এনামুল হক বিজয় (১) ও মোহাম্মদ মিঠুন (১)। অর্থাৎ ১৭ রানে চার উইকেট পতন তামিমের দলের।

সেখান থেকে ইয়াছির আলী রাব্বির সঙ্গে দারুণ একটা জুটি গড়ে দলকে এগিয়ে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে দুজনের ১১১ রানের জুটিতে রাব্বির অবদান ৬২। ৮১ বল খেলে ৫টি চার ১টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। অঙ্কন ১১০ বলে ৩ চার ২ ছয়ে ৫৭ রান করেছেন।

এই দুজন ফেরার পর শেষ দিকে কার্যকারী দুটি ইনিংস খেলে তামিমের দলকে বেশ চ্যালেঞ্জিং একটা স্কোর এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফউদ্দিন। সাতে নেমে ৩৯ বলে ৪০ করেছেন মোসাদ্দেক। আটে নেমে ২৯ বলে ২৮ করেছেন সাইফউদ্দিন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে তামিম একাদশ।

মাহমুদউল্লাহ একাদশের হয়ে আজও দারুণ বোলিং করা রুবেল হোসেন ১০ ওভারে ৩৪ রান খরচায় নিয়েছেন চার উইকেট। অপর পেসার এবাদত হোসেন ১০ ওভারে ৬০ রান খরায় নিয়েছেন ২ উইকেট।

টপ নিউজ তামিম একাদশ বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মাহমুদউল্লাহ একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর