Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাই ম্যাচে জয়ে ফিরল কলকাতা


১৮ অক্টোবর ২০২০ ২৩:৩৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ২৩:৩৫

১৬৩ রানের জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটা বেশ ভালোই হয়েছিল। তবে মাঝে অল্প রানের ব্যবধানে কয়েকটি উইকেট তুলে নিয়ে দলটিকে চাপে ফেলে দেয় কলকাতা নাইট রাইডার্স। ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে উঠে হায়দ্রাবাদ। জয় অবশ্য পায়নি দলটি। শেষ পর্যন্ত টাই হয়েছে নির্ধারিত ওভারের খেলা। পরে সুপার ওভারে গিয়ে জিতেছে কলকাতা।

টানা দুই হারের পর টুর্নামেন্টে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেলো কলকাতা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে দলটি। অন্য দিকে নয় ম্যাচে ষষ্ঠ হারের সাক্ষি হওয়া হায়দ্রাবাদ নেমে গেছে টেবিলের পাঁচ নম্বরে।

বিজ্ঞাপন

সুপার ওভারে মাত করেছেন কলকাতার কিউই পেসার লোকি ফার্গুসন। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন বল খেলতেই বোল্ড হয়েছেন হায়দ্রাবাদের দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও আব্দুস সামাদ। তার আগে মাত্র ২ রান তুলতে পেরেছে তারা। পরে জবাব দিতে নেমে সহজেই জয় নিশ্চিত করেছে কলকাতা।

নির্ধারিত ওভারের খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৩ রান তুলেছিল কলকাতা। টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। চারে নেমে ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল (১১ বলে ৯ রান)। তবে পাঁচে নেমে অধিনায়ক ইয়ান মর্গান ২৩ বলে ৩৪ ও ছয়ে নেমে সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ক দিনেশ কার্তিক ১৪ বলে ২৯ করলে এই চ্যালেঞ্জিং স্কোর পায় কলকাতা।

পরে জবাব দিতে নেমে শুরুটা ভালোই হয়েছিল হায়দ্রাবাদের। ওয়ার্নারের বদলে জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন কেন উইলিয়ামসন। প্রথম উইকেটে ৫৮ রান তোলেন দুজন। এরপরই কিছুটা ছন্দপতন। ২০ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। তবে চারে নেমে ডেভিড ওয়ার্নার দাঁড়িয়ে গেলে এবং সাত নম্বর ব্যাটসম্যান আব্দুর সালাম ১৫ বলে ২৩ রান করলে ম্যাচ টাই হয়ে যায়। ৩৩ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করেন ওয়ার্নার। শেষ ১২ বলে ৩০ রান তুলে ম্যাচ টাই করেন ওয়ার্নার ও সামাদ।

বিজ্ঞাপন

নির্ধারিত ওভারের খেলায় কলকাতার হয়ে ৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নেন লোকি ফার্গুসন।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর