Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন


১৭ অক্টোবর ২০২০ ১৮:০৬

ক্রিকেটের সঙ্গে বসবাস তাদের। পুরো বছর ক্রিকেটের খবর লিখেই সময় কাটে। সেই ক্রিকেট রিপোর্টাররাই হয়ে উঠেছেন ক্রিকেটার। নিয়মিত অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে ম্যাচ খেলে আসছে ক্রিকেটার রিপোর্টারদের দল মিরপুর ক্রিকেটার্স।

শনিবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন হয়েছে মিরপুর ক্রিকেটার্সের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ ও নিউজজিডটকমের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী। মিরপুর ক্রিকেটার্সের জার্সি স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ।

বিজ্ঞাপন

জার্সি উন্মোচনের পর মিরপুর ক্রিকেটার্সের আধিনায়ক আরিফুল ইসলাম রনি বলেন, ‘সারা বছর ক্রিকেটের সঙ্গে থাকতে হয়, ক্রিকেট নিয়ে লিখি আমরা। কেবল পেশাগত কারণে নয়, ক্রিকেটের প্রতি আবেগও এর অন্যতম কারণ। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি আমরা নিয়মিতভাবে খেলাটি খেলেও আসছি। ক্রিকেট নিয়ে লেখার পাশাপাশি এভাবেই খেলে যেতে চাই।’

ক্রিকেট রিপোর্টার জার্সি উন্মোচন মিরপুর ক্রিকেটার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর