Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসিডেন্ট’স কাপ: আফিফের আক্ষেপ, শান্তদের রেকর্ড পুঁজি


১৭ অক্টোবর ২০২০ ১৭:২৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১৭:৩৪

ইনিংসের তখন ৩৯তম ওভারের খেলা চলছে নাজমুল হোসেন শান্ত একাদশের হয়ে পঞ্চম উইকেটে খেলতে নামা আফিফ হোসেন ধ্রুবর নামের পাশে ৯৮ রান, আর মাত্র দুই রান করতে পারলেই স্বপ্নের তিন অংক স্পর্শ করতে পারবেন। তবে না হলো না; সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতেই রান আউট হয়ে ফিরে যেতে হয় আফিফকে। আর যখন ফেরেন তখন দলীয় স্কোরবোর্ডে রান সংখ্যা ১৭৮। ইনিংসের ৯ম ওভারে দলের তিন উইকেট পড়ে গেলে মাত্র ৩১ রানে মাঠে নামেন আফিফ। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন ১৪৭ রানের জুটি। আর তাতেই বড় সংগ্রহের পথে থাকে নাজমুল একাদশ।

বিজ্ঞাপন

পড়ুন: আফিফের দুই রানের দুঃখ

এর আগে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে নাজমুল হোসেন শান্তর দলকে ব্যাটিংয়ে পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে ইনিংসের ২য় ওভারে দলীয় ১৩ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার (৮)। এরপর ৬ষ্ঠ ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩) এবং ৯ম ওভারে এসে পারভেজ হোসেন ইমন (১৯) ফেরেন দলীয় ২৭ ও ৩১ রানে। ইনিংসের প্রথম ১০ ওভারেই তিন তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে নাজমুল একাদশ।

তবে চতুর্থ ও পঞ্চম উইকেটে নামা মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন ধ্রুব মিলে গড়েন দুর্দান্ত এক জুটি। ৯ম ওভার থেকে ইনিংসের ৩৯তম ওভার পর্যন্ত ব্যাট করেন এই দুই ব্যাটসম্যান। এরমধ্যে দলীয় সংগ্রহ ৩১ থেকে ১৭৮ রানে নিয়ে যান তারা। আফিফ অবশ্য স্বপ্নের তিন অংকের রানের কাছে পৌঁছে গেলেও মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন।

আফিফ ফিরে যাওয়ার মাত্র দুই ওভার পরেই অর্ধশতক হাঁকানো মুশফিকুর রহিমও ফিরলেন দলীয় ১৮৭ রানে। ফেরার আগে মুশফিক নামের পাশে যোগ করতে পেরেছিলেন ৫২ রান। রিয়াদের দলের হয়ে প্রথম পাঁচটি উইকেটের মধ্যে সৌম্য ও নাজমুলকে তুলে নেন রুবেল হোসেন আর পারভেজ হোসেনের উইকেট নেন সুমন খান। এরপর চতুর্থ উইকেটের পতন হয় আফিফ হোসেন রানআউট হলে, আর মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন এবাদত হোসেন।

হঠাৎ দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে শেষ ১০ ওভারে বড় সংগ্রহের স্বপ্ন ভঙ্গ হবে বলেই মনে হচ্ছিল শান্তদের। তবে শেষ দিকে অনূর্ধ্ব-১৯ দলের দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় এবং ইরফান শুক্কুর মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। এই দুইয়ে মিলে গড়েন ৭০ রানের জুটি। আর তাতেই বিসিবি প্রেসিডেন্ট’র কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ পুঁজি নাজমুল একাদশের। ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে তাওহিদ হৃদয় ২৯ বলে ২৭ রানের ইনিংস খেলে যখন ফিরছেন তখন দলীয় স্কোর ২৫৭ রান। তার উইকেটটি তুলে নেন এবাদত হোসেন।

বিজ্ঞাপন

শেষ ওভারে রুবেল হোসেন নিজের তৃতীয় শিকারে পরিণত করেন রিশাদ হোসেনকে। আর শেষ দিকে ইরফান শুক্কুরের ৩০ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সক্ষম হয় নাজমুল একাদশ। জয়ের জন্য মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের জন্যের জয়ের লক্ষ্য দাঁড়াল ২৬৫ রানের।

স্কোরবোর্ড:

নাজমুল একাদশ: ২৬৪/৮ (৫০ ওভার); (আফিফ ৯৮, মুশফিক ৫২); (রুবেল ৩/৫৪; এবাদত ২/৬০)

চতুর্থ ম্যাচ টপ নিউজ নাজমুল একাদশ বনাম মাহমুদউল্লাহ একাদশ নাজমুল হোসেন শান্ত একাদশ বিসিবি প্রেসিডেন্ট'স কাপ মাহমুদউল্লাহ একাদশ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর