Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকে এক হালি গোল করা মেসির সতীর্থকে বিদায় দিল কিংস


১৭ অক্টোবর ২০২০ ১৬:২০

ঢাকা: এএফসি কাপে অভিষেক ম্যাচেই এক হালি গোল দেয়া হার্নান বার্কোসের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে বসুন্ধরা কিংস। ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও দুই মাস আগেই লিওনেল মেসির সাবেক এই সতীর্থের সঙ্গে সম্পর্ক শেষ করেছে কিংস।

এএফসি কাপকে কেন্দ্র করে হার্নান বার্কোসকে আর্জেন্টিনা থেকে ঢাকায় উড়িয়ে এনেছিল বসুন্ধরা কিংস। কিংসের হয়ে একটি ম্যাচ খেলেছেন তিনি। এক ম্যাচ খেলার পরই করোনাভাইরাসের মহামারি শুরু হলো। ঝুলে গেলো এএফসি কাপও। স্থগিত হওয়া এএফসি কাপের ম্যাচ রাখা হয়েছে আগামী বছরে।

বিজ্ঞাপন

ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও এই আর্জেন্টাইনের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না কিংস।

তাকে ছেড়ে দেয়ার কারণটি জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, ‘চুক্তি অনুযায়ী তাঁকে ডিসেম্বরে ফেডারেশন কাপ খেলাতে পারতাম, কিন্তু আমাদের পুরো মৌসুমের জন্য ভালো ফরোয়ার্ড দরকার। তাই ছেড়ে দিয়েছি।’

আজ থেকে ১০ দিন আগে ফেসবুকে নিজের টাইমলাইনে হতাশা থেকে প্রশ্ন রেখেছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার হারনান বার্কোস, ‘ফুটবল কি একদিন ফিরবে বাংলাদেশে? নাকি আমরা চিরকাল শুধু অনুশীলনই করে যাবো?’

তার পরপরই এমন সিদ্ধান্তে পৌঁছালো কিংস। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন বার্কোস। সেই ম্যাচে তিনি করেছেন চার গোল।

এদিকে টানা ক্যাম্প শেষে ১৫ দিনের ছুটি দেয়া হয়েছে ফুটবলারদের। কিংসের কোচ অস্কার ব্রুজন ১০ দিনের ছুটিতে স্পেন যাচ্ছেন। ছুটি শেষে ফিরেই আবার ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা।

আগামী ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে দেশের ফুটবল মাঠে ফিরছে। তারই প্রস্তুতি হিসেবে ম্যাচ খেলার চেষ্টা করবে কিংস। দলটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেন, ‘আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা চেষ্টা করছি মৌসুম শুরুর আগে দেশে বা দেশের বাইরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার। এতে করে হয়তো খেলোয়াড়রা চাঙ্গা হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

বসুন্ধরা কিংস বিদায় জানালেন হার্নান বার্কোস হার্নান বার্কোসকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর