Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব অভিযোগ মিথ্যা’-রোনালদোর দাবি ভাঙেননি আইন


১৭ অক্টোবর ২০২০ ১১:২৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১২:০৯

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর জানা যায় পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত, আর তাই তো খেলেননি সুইডেনের বিপক্ষে ম্যাচটিও। তবে এত গেল পুরাতন কথা, পর্তুগাল ছেড়ে ইতালিতে ফেরার পর নাকি স্বাস্থ্য বিধির কোনো তোক্কা করেননি রোনালদো। এমন অভিযোগটি তুলেছেন খোদ ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরা। করোনায় আক্রান্তের পর যেসব নিয়ম-নীতি মেনে চলতে হয়, ইতালিতে ফেরার মধ্যে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত সেসব নিয়ম ভেঙেছেন বলে মন্তব্য করেছেন তিনি। তবে ক্রিস্টিয়ানো রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, অভিযোগটা সত্য নয়, কোনো আইন ভাঙেননি তিনি।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হলে নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে পর্তুগালে, তবে এটি করতে গেলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি মিস হয়ে যেতে পারে তার। আর তাই তো পাড়ি জমান ইতালিতে, যেখানে মাত্র ১০ দিন কোয়ারেনটাইনে থাকার পর কোভিড-১৯ পরীক্ষায় তিনবার নেগেটিভ আসলেই মুক্ত তিনি। সেটাই করলেন রোনালদো।

তবে বাগড়া বেধেছে ইতালিতে ফেরা পর। রোনালদোর ক্লাব ক্লাব জুভেন্টাস জানিয়েছে, স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়েই ইতালিতে ফিরেছেন পর্তুগিজ তারকা। তবে ইতালিয়ান ক্রীড়া মন্ত্রী স্পাদাফোরার কথা ভিন্ন। রোনালদোর এমন কোনো ছাড়পত্র পেয়ে ইতালিতে ফেরার ব্যাপারে তিনি কিছু জানেন না। ‘রাই রেডিও’কে তিনি বলেছেন, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি না থাকলে আমার মতে সে নিয়ম ভেঙেছে।’

আর এর বিপরীতে রোনালদো জানিয়েছেন, ‘তারা বলছে আমি ইতালির নিয়ম ভেঙেছি। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দলের সঙ্গে কথা বলেছি। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।’

এদিকে উয়েফার টুর্নামেন্টে খেলতে হলে ম্যাচের কমপক্ষে ৭দিন আগে করোনা নেগেটিভ হতে হবে যেকোনো খেলোয়াড়কে আর তাই ২৮ অক্টোবর বার্সেলোনার মুখোমুখি হওয়ার উদ্দেশে পর্তুগাল থেকে ইতালিতে পাড়ি জমান রোনালদো। কারণ পর্তুগালে কোয়ারেনটাইন করে হত ১৪ দিন, যেখান ইতালিতে থাকতে হবে ১০ দিনের জন্য।

এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর মধ্যেই দুবার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। কিন্তু আইসোলেশন শেষে তাকে মাঠে ফিরতে হলে আরও একবার পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো তার বিরুদ্ধে আনিত আইন ভঙ্গের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন, রোনালদো বলেন, ‘আমি কোনো নিয়ম ভাঙিনি। তারা বলছে আমি ইতালির নিয়ম ভেঙেছি। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দলের সঙ্গে কথা বলেছি। এসব ঠিকঠাক মেনে চলার দায়িত্বটা আমাদেরই। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। আদর্শগত কারণে সেই ইতালিয়ান লোকটির নাম আমি বলব না, তবে এসব মিথ্যা। সবরকম নিয়ম মেনেই চলছি।’

বিজ্ঞাপন

কোরানটাইনে থাকা রোনালদো আরও যোগ করেন, ‘আমি আমার সন্তানদের থেকেও আলাদা আছি। আমি একটি তলাতে আছি আর আমার সন্তানেরা আরেকটিতে। আগামী ১০দিন এভাবেই চলবে। ওদের ছাড়া থাকাটা অনেক কঠিন। কিন্তু নিয়ম তো মানতেই হবে।’

অবশ্য কেবল নিজের সাফায় গাননি রোনালদো, সেই সঙ্গে জানিয়েছেন কীভাবে কাটছে তার কোয়ারেনটাইন জীবনটাও। করোনায় আক্রান্ত হয়ে কি কি করছেন রোনালদো সেটাও জানিয়েছেন এই মহাতারকা। তিনি জানিয়েছেন, ‘সূর্য অনেক সাহায্য করে। সবাই এটা বোঝে না, কিন্তু এটা সত্যিই দারুণ। আমি সুযোগ পেলেই সূর্যস্নান করি। ভিটামিন-সি, ডি, ওমেগা-৩, সেলেনিয়াম নিচ্ছি, হালকা খেলাধুলা তো আছেই। সাধারণ মানুষ হয়তো এটা খুব পছন্দ করে না, তবে হাঁটাও অনেক গুরুত্বপুর্ণ। আর রাতের ঘুম তো ঔষধ। আলো নিভিয়ে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাই। ভালো থাকতে এটা প্রয়োজনীয়।’

আইন ভেঙেননি ইতালির ক্রীড়া মন্ত্রী করোনা নিয়ম ভেঙেছেন করোনাভাইরাসে আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস তারকা নিয়ম ভাঙার অভিযোগ পর্তুগিজ খেলোয়াড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর