Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ


১৭ অক্টোবর ২০২০ ০০:৩৫

মহামারী করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে সব ধরনের ফুটবলের বাইরে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো পিছিয়ে গেছে ২০২১ সালে। তবে এই উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ দিয়েছে ফিফা। এই সুযোগ কাজে লাগিয়েই নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ।

নভেম্বরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আসার জন্য নেপাল ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়েছে নেপাল।

বিজ্ঞাপন

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে গোল নেপালডটকম। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে নেপাল ফুটবল দল। তবে ম্যাচ দুটি কতো তারিখে অনুষ্ঠিত হবে তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সংবাদ মাধ্যমকে বলেন, ‘যেহেতু আমরা আগেই ওদের কাছে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলাম, সেটা মৌখিকভাবে মেনে নিয়েছে নেপাল। ওরা নভেম্বরে বাংলাদেশে খেলতে আসবে।’

নেপাল দল কবে ঢাকায় এসে পৌঁছাবে এবং ম্যাচ দুটি কবে অনুষ্ঠিত হবে আগামী সোমবারের মধ্যে বিষয়গুলো চূড়ান্ত হবে বলে জানালেন আবু নাইম।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নেপাল ফুটবল বাফুফে বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর