Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়ক পাল্টাল কলকাতা


১৬ অক্টোবর ২০২০ ১৬:৫১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৬:৫৩

কয়েক ঘণ্টা পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের আট নম্বর ম্যাচটা খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে হঠাৎ অধিনায়ক বদলের ঘোষণা দিল আইপিএলের দলটি। দিনেশ কার্তিক অধিনায়কত্ব ছেড়েছেন। তার জায়গায় নেতৃত্ব দিতে বেঁছে নেওয়া হয়েছে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ান মর্গানকে।

করোনাকালের আইপিএলে খুব একটা সুবিধাজনক স্থানে নেই কলকাতা। সাত ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বরে দলটি। এদিকে, অধিনায়ক দিনেশ কার্তিক ব্যর্থ হচ্ছেন বারবার। সাত ম্যাচে তার রান মোটে ১০৮। ফিফটি মাত্র একটি। ফলে কার্তিককে ছাটাইয়ের কথা শোনা যাচ্ছিল। কদিন আগে কলকাতার সাবেক সফল অধিনায়ক গৌতম গম্ভির সরাসরিই কার্তিককে ছাটাইয়ের কথা তুলেছিলেন।

বিজ্ঞাপন

সব বুঝেই হয়তো নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ভারতীয় তারকা। কলকাতার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্তিকের মতো একজনকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম বলে আমরা নিজেদের ভাগ্যমান মনে করছি। তিনি সব সময়ই দলকে সবার উপরে স্থান দিয়েছেন। তার মতো ক্রিকেটারের জন্য নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অনেক বড় ব্যাপার। আমরা তার সিদ্ধান্তে আশ্চর্য হয়েছি। তবে এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা আছে আমাদের।’

কার্তিকের জায়গায় মর্গানকে অধিনায়ক হিসেবে পেয়ে বেশ খুশি কলকাতা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গানকে নতুন অধিনায়ক হিসেবে পেয়েও আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। দিনেশ কার্তিক ও আগে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা মর্গান একসঙ্গে দারুণ কাজ করেছেন। যদিও মর্গান এখন নেতা, কিন্তু এ ব্যাপারটি আক্ষরিক অর্থেই দায়িত্বের হাত বদল।’

বিজ্ঞাপন

আইপিএল ২০২০ ইয়ান মর্গান কলকাতা নাইট রাইডার্স দিনেশ কার্তিক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর