Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির কাছে ক্রিকেট শিখতে চান গার্দিওলা


১৫ অক্টোবর ২০২০ ২১:৪২

পেপ গার্দিওলার জন্ম ও বেড়ে উঠা কাতালুনিয়ায়। যে শহরটিকে ফুটবলের উর্বরভূমি বলা হয়ে থাকে। ক্রিকেটে সেখানে খুব একটা আগ্রহ নেই। সেখানকার অনেকে ক্রিকেট বোঝেনও না। পেপ গার্দিওলাও তাদের একজন। তবে ইংল্যান্ডে কোচিং করাতে এসে দেখছেন ক্রিকেট খেলাটা আসলে কতোটা জনপ্রিয়। গার্দিওলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কোচিং করানোর সময়ই ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ফলে ক্রিকেটের উন্মাদনাটা ভালোভাবেই টের পেয়েছেন তিনি। সেই থেকেই হয়তো ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তারকা এই কোচের। বিরাট কোহলির কাছে ক্রিকেট শিখতে চাইলেন গার্দিওলা।

বিজ্ঞাপন

ক্রিকেটে এতো এতো নিয়ম জানা নেই বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটিকে কোচিং করানো গার্দিওলার। এদিকে, বিরাট কোহলিকে অনেক বছর ধরেই বিশ্বের সেরা ক্রিকেটার ভাবা হচ্ছে। ক্রিকেট শেখানোর জন্য কোহলির চেয়ে উপযুক্ত আর কে-ই বা হতে পারে!

সম্প্রতি পুমা ইন্ডিয়ার ইনস্টাগ্রাম লাইভ সেশনে একত্র হয়েছিলেন কোহলি, গার্দিওলা। সঙ্গে ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী ও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় বক্সার মেরি কমও ছিলেন। আড্ডার ফাঁকে ক্রিকেট নিয়েও কথা উঠে। গার্দিওলা গড়গড় করে ক্রিকেট বিষয়ে অনেক কথাই বলেছেন।

তারকা এই কোচ বুঝে উঠতে পারেন না যে তিন দিন খেলার পরও একটা ম্যাচ কিভাবে ড্র হতে পারে, ‘কাতালুনিয়ায় বড় হয়েছি, সেখানে ক্রিকেট খেলা ছিল না। কিন্তু ইংল্যান্ডে এটি গুরুত্বপূর্ণ খেলা। মাঝে–মধ্যে টিভিতে দেখি, কিছু বন্ধুরাও খেলে। আমি বুঝি না টানা তিন দিন খেলেও কীভাবে ড্র হয়!’

গার্দিওলা কোহলিকে বলেন, ‘কখনো ভারতে যাইনি। (করোনা) মহামারি শেষ হলে হয়তো যাওয়া হবে। তখন দেখা হলে হয়তো ক্রিকেটের নিয়মগুলো আমাকে বোঝাতে পারবে। হায় ঈশ্বর! এটা সবচেয়ে কঠিন ও জটিল খেলা।’

ক্রিকেট শেখানোর জন্য কোহলির প্রতিশ্রুতি আদায় করেই ছেড়েছেন তারকা এই ফুটবল কোচ, ‘এটা অবশ্যই এক রকমের আকর্ষণীয় খেলা। কিন্তু আগে এটা বুঝতে হবে। এরপর আমাদের ফুটবল ও ক্রিকেট ম্যাচ একসঙ্গে দেখতে হবে। আমি তোমাদের খেলাটা শিখতে চাই এবং কথা দাও শেখাবে।’

গার্দিওলার প্রস্তাবে কোহলিও হাসিমুখে সম্মতি দিয়েছেন।

ক্রিকেট পেপ গার্দিওলা ফুটবল বিরাট কোহলি ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর