পাকিস্তানি ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব
১৫ অক্টোবর ২০২০ ১৯:০৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৯:০৪
ম্যাচ ফিক্সিং কাণ্ডে বহুবার আলোচিত-সমালোচিত হয়েছে পাকিস্তান ক্রিকেট। এবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালে পাকিস্তানি এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে ফিক্সার। বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিবি। বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য দেশটির ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সিকে (এফআইএ) দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন ক্রিকেটার প্রস্তাব পেয়েছেন তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব পাওয়া ক্রিকেটার এখনো পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
পিসিবির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা বিভাগের পরিচালক আসিফ মাহমুদ বলেছেন, ‘রিপোর্ট অনুযায়ী পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট তাদের নিজস্ব তদন্ত করেছে। কিছু তথ্য পাওয়া গেছে এবং সেগুলো এফআইএ-এর কাছে পাঠানো হয়েছে। এ জাতীয় বিষয়ে তদন্ত করার জন্য দক্ষতা, সামর্থ্য, এবং ক্ষমতা প্রয়োজন।’
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমলে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। গত ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্টটি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোবার।