Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেদির ব্যাটে প্রথম দুইশ পার


১৫ অক্টোবর ২০২০ ১৮:৪২

বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাটিং দুর্দশা চলছেই। প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের প্রথম ভাগটাও হলো অস্বস্তিকর। নাজমুল একাদশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে তামিম একাদশ ২২১ রান তুলেছে ঠিকই, কিন্তু তাদের ব্যাটিং ইনিংসটি অস্বস্তিতে ভরা। স্পিনার থেকে স্পিনিং অলরাউন্ডার হয়ে ওঠার চেষ্টায় থাকা তরুণ শেখ মেহেদি হাসানের ইনিংসটি বাদ দিলে তামিম একাদশের ব্যাটিং ছিল ছন্নছাড়া।

বিজ্ঞাপন

নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৭ বল খেলে ৯টি চার ৩টি ছয়ের সাহায্যে ৮২ রান করেছেন মেহেদি। তার অভাবনীয় ইনিংসটির ওপর ভর করেই মূলত টুর্নামেন্টে প্রথম দুইশ পেরুনো স্কোর দেখা গেল।

করোনাভাইরাসের কারণে প্রায় সাত মাস যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরেই ছিলেন প্রায় ছয় মাস ধরে। ক্রিকেটারদের ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ ছিল বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই চ্যালেঞ্জ জয় করতে পেরেছে। নিজস্ব উদ্যোগে জমজমাট ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। আর তাতে আরেক দুশ্চিন্তা এসে হাজির!

লম্বা বিরতিতে ব্যাটসম্যানদের ব্যাটে আর ফিল্ডারদের হাতে যেন মরচে পড়েছে! রান পাচ্ছেন না ব্যাটসম্যানরা। দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচে রান করতে পেরেছেন হাতে গোনা দু’একজন। প্রেসিডেন্ট’স কাপের প্রথম দুই ম্যাচেও দেখা গেছে একই চিত্র। আজ তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারলেন না ব্যাটসম্যানরা।

আগের ম্যাচে ১০৩ রানে গুটিয়ে যাওয়া তামিম একাদশ ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়েছিলেন। কিন্তু কথা রাখতে পারেননি তামিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়রা।

আগের ম্যাচে ২ রানে ফিরে যাওয়া তামিম আজ দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি, হতাশ করেছেন উইকেটে থিতু হয়ে ফিরে। ৪৫ বল খেলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করে নাঈম হাসানের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তামিম একাদশের অধিনায়ক।

ওদিকে উইকেটের অন্যপ্রান্তে যাওয়া-আসার মিছিলে নেমেছিলেন তার দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। তরুণ তানজিদ হাসান ৫ বলে ৮ করে ফিরেছেন শুরুতেই। তিনে নেমে এনামুল হক বিজয় টিকতে পেরেছেন ১৩ বল। ১২ রান করে তাসকিনের বলে সৌম্য সরকারের ক্যাচ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা মোহাম্মদ মিঠুন ২১টা বল খেলেছেন ঠিকই, কিন্তু রান করতে পেরেছেন মাত্র ৪! সরাসরি বোল্ড হয়েছেন নাঈম হাসানের বলে।

বিজ্ঞাপন

এরপর তরুণ শাহাদত হোসেন (৩) ও মোসাদ্দেক হোসেন মিলে পঞ্চম উইকেট জুটিতে ৪০ রান তোলেন। তামিম একাদশ মেরুদণ্ড বলতে হবে এই জুটিকে। মোসাদ্দেক ১২ রান ফিরেছেন। যুববিশ্বকাপ জেতা শাহাদত করেছেন ৩১ রান। তারপর শেষ দিকে এসে তাইজুল ইসলামকে নিয়ে অসাধারণ এক জুটি গড়েন মেহেদি। উইকেটের চার পাশে শট খেলে ৮২ রানের ইনিংসটি খেলেছেন তরুণ ক্রিকেটার। ৪৩ বলে ২০ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তোলে তামিম একাদশ। নাজমুল একাদশের হয়ে আল-আমিন হোসেন ৪৩ রানে তিন উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও রিশাদ হাসান।

তামিম একাদশ নাজমুল একাদশ বাংলাদেশ ক্রিকেট বিসিবি প্রেসিডেন্ট'স কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর