Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবুও হারল রাজস্থান


১৫ অক্টোবর ২০২০ ০১:০৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০১:০৭

১৫ ওভার শেষে রাজস্থান রয়্যালসের রান ছিল পাঁচ উইকেটে ১২৩। অর্থাৎ জয়ের জন্য তারপর দলটির লাগত ৩০ বলে ৩৯ রান। ধুমধারাক্কা টি-টোয়েন্টির যুগে এ আর কঠিন কী? আশ্চর্য তারপরও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত ১৫ রানে হেরেছে রাজস্থান!

বেন স্টোকস যোগ দিয়েও ঘুচাতে পারলেন না রাজস্থনারে দুর্দশা। আট ম্যাচে দলটির এটা পঞ্চম পরাজয়। পয়েন্ট টেবিলে রাজস্থানের নিচে আছে কেবল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিতে তারুণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস উড়ছেই। অষ্টম ম্যাচে এ নিয়ে ছয় নম্বর জয় পেলো শ্রেয়াস আয়ারের দল। যাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুদ হলো দলটির।

বিজ্ঞাপন

দিল্লির ১৬১ রানের মাঝারি রানের জবাব দিতে নেমে ব্যাটিং অর্ডার আজ নতুনভাবে সাজিয়েছিল রাজস্থান। ওপেনিংয়ে জস বাটলারের সঙ্গে নেমেছিলেন বেন স্টোকস। তিন নম্বরে স্টিভেন স্মিথ। দলের তিন সেরা ব্যাটসম্যানকে প্রথম তিন পজিশনে নামিয়ে সুবিধা করতে পারেনি দলটি। দায়িত্ব নিয়ে খেলতে পারেননি একজনও।

জস বাটলার শুরুতে ঝড় তুললেও ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ২২ রান তুলে আউট হয়েছেন। বেন স্টোকস ৪১ রান করলেও বল খেলেন ৩৫টি। স্মিথ ফিরেছেন ১ রান করেই। ৮৯ রানে রাজস্থানের সেরা তিন ব্যাটসম্যান ফিরে গেলে তার পরের ব্যাটসম্যানদের আর কোমড় সোজা করে দাঁড়াতে দেয়নি দিল্লির বোলাররা।

সাঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা ও রাহুল তেওয়াতিয়ার মতো ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। দারুণ কিছু ইনিংস খেলে আলোচনায় আসা তেওয়াতিয়াই আজ বেশি ডুবালো রাজস্থানকে। শেষ দিকে ১৮ বলে মাত্র ১৪ রান করে অপরাজিত থেকে দলের হার চেয়ে চেয়ে দেখেছেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিযে ১৪৮ রান তুলেছে রাজস্থান।

বিজ্ঞাপন

এর আগে দিল্লির হয়ে আজ সফল হতে পারেননি তরুণ ওপেনার পৃথ্বী শ। তবে অধিনায়ক শ্রেয়াস আয়ারের ব্যাট আজও হেসেছে। তার সঙ্গে অভিজ্ঞ শেখর ধাওয়ার ফিফটি করেছেন। ৩৩ বলে ৬ চার ২ ছয়ে ৫৭ রান করেছেন ধাওয়ান। ৪৩ বলে ৩ চার ২ ছয়ে ৫৩ করেছেন শ্রেয়াস। এই দুই অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দিল্লি। রাজস্থানের হয়ে জোফরা আর্চার ৪ ওভার বোলিং করে চার উইকেট তুলে নিয়েছেন মাত্র ১৪ রান খরচ করে।

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর