প্রথম জয়ের খোঁজে তামিমরা
১৫ অক্টোবর ২০২০ ০০:০৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০০:১১
প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্ট খেলা তিন দলের মধ্যে জয় পায়নি তামিম একাদশ। অপর দুই দল মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ জিতেছে একটি করে ম্যাচ। প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন তামিমরা। প্রতিপক্ষ নাজমুল একাদশ।
আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। খেলাটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে।
আজ প্রথম জয় পেতে হলে ব্যাটিং ইউনিটে উন্নতি করতেই হবে তামিম একাদশকে। তামিমরা একদিন আগে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে পাঁচ উইকেটে হারল ব্যাটিং দুর্দশার কারণেই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে তামিমের দল গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।
অধিনায়ক তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন তারকারা পুরো ব্যর্থ হয়েছেন। এনামুল হক বিজয় থিতু হয়েও উইকেট বিলিয়ে এসেছেন। সিনিয়রদের যাওয়া-আসার মিছিলে রান পাননি তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেনের মতো তরুণরাও। শুরুতে পেসারদের ঠিকমতো খেলতে পারেনি তামিমের দল। পরে ভুগেছে স্পিনারদের বিপক্ষেও। এসব কারণে একশ পেরুতেই অলআউট।
আজ প্রথম জয়ের উৎসব করতে হলে ব্যাটিংয়ের ভণ্ডুর হাল পাল্টাতেই হবে তামিমদের। তাছাড়া নাজমুল একাদশের বোলিং আক্রমণটা দুর্দান্ত। দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ বেশ হইচই ফেলে দিয়েছেন। তার সঙ্গে অপর পেসার আল-আমিন হোসেনও নতুন বলে দারুণ করছেন। তাদের সঙ্গে তরুণ মুকিদুল ইসলাম, নাঈম হাসান, রিশাদ হোসেনরাও ভালো বোলিং করেছেন প্রথম ম্যাচে। হুটহাট ব্রেক থ্রো এনে দেওয়ার জন্য সৌম্য সরকার তো আছেনই।
অবশ্য ব্যাটিংটা চিন্তার কারণ নাজমুল একাদশের জন্যও। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ১৯৬ রানের জবাব দিতে নেমে ৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল নাজমুলের দল। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেনরা পুরো ব্যর্থ হয়েছেন। পরে ইরফান শুক্কুরের সঙ্গে তরুণ তৌহিদ হৃদয় দাঁড়িয়ে গিয়েছিলেন বলেই ম্যাচটা শেষ অবদি জিততে পেরেছিল নাজমুল একাদশ। আজ তামিমের বিপক্ষে শুরুতে নিশ্চয় অমন ধস চাইবেন না নাজমুলরা।
দুদলের সম্ভাব্য একাদশ:
তামিম একাদশ: তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন (৩), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
নাজমুল একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও আল-আমিন হোসেন।
তামিম একাদশ নাজমুল একাদশ বাংলাদেশ ক্রিকেট বিসিবি প্রেসিডেন্ট'স কাপ