Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশফোর্ড-মাউন্টের গোলে ইংলিশদের বেলজিয়াম বধ


১২ অক্টোবর ২০২০ ০০:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০১:০৬

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হয়েছে শনিবার রাতে। আর রোববারে এসে ইংল্যান্ড আর বেলজিয়ামের হাই ভোল্টেজ ম্যাচ। এমন হাই ভোল্টেজ ম্যাচে ইংলিশদের ত্রাতা হয়েছেন মার্কাস রাশফোর্ড আর মেসন মাউন্ট। ম্যাচে পিছিয়ে পড়েও এই দুইয়ের গোলে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ইংলিশরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগ এ’র গ্রুপ দুইয়ের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামে দুই দল। এই দুই দলের শেষ দেখা হয়েছিল রাশিয়া বিশ্বকাপে। সেবার ইংলিশদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল। এবার অবশ্য সেই ম্যাচেরই যেন প্রতিশোধ নিল থ্রি লায়ন্সরা।

বিজ্ঞাপন

পড়ুন: ক্রোয়েশিয়ার জয়ের রাতে ডাচদের ড্র

ম্যাচের ১৫তম মিনিটে বল নিয়ে ইংলিশদের ডি বক্সে ঢুকে পড়েন রোমেলো লুকাকু। আর পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে এগিয়েও নেন এই বেলজিয়ান। এরপর ম্যাচের ৩৮ মিনিটে বেলজিয়ামের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়া ইংলিশ অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনকে ফাউল করেন থমাস মুনিয়ের। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর পেনাল্টি স্পট থেকে মার্কাস রাশফোর্ড গোল করে ৩৯ মিনিটে দলকে সমতায় ফেরান। আর ১-১ গোলের সমতাতেই প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে কাইরেন ট্রিপিয়েরের অ্যাসিস্ট থেকে গোল করেন মেসন মাউন্ট। আর থ্রি লায়ন্সদের এগিয়ে নেন ২-১ গোলের ব্যবধানে। এরপর ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ পায় বেলজিয়ানরা তবে এদিন যেন ভাগ্য সহায় ছিল না কেভিন ডি ব্রুইনদের। ম্যাচের ৭২ মিনিটে কারাস্কোর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে। আর গোলন বঞ্চিত হয় বেলজিয়ানরা।

বিজ্ঞাপন

শেষ দিকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ আসে থ্রি লায়ন্সদের সামনে। ডেক্লান রাইস আর মার্কাস রাশফোর্ডের যুগোলবন্দিতে গোলের খুব কাছে পৌঁছে যায় থ্রি লায়ন্সরা। তবে রাশফোর্ডের দুর্দান্ত শট গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় ইংলিশরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

ইংল্যান্ড বনাম বেলজিয়াম উয়েফা নেশনস লিগ গ্রুপ পর্ব মার্কোস রাশফোর্ড মেসন মাউন্ট রোমেলো লুকাকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর