বুমরাহকে পিটিয়ে বদলে গেছেন কোহলি!
১২ অক্টোবর ২০২০ ০০:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০০:০৪
এবার করোনাকালে আইপিএলের শুরুতে দেখা গেছে ভিন্ন এক বিরাট কোহলিকে। প্রথম তিন ম্যাচে তার রান ছিল যথাক্রমে ১৪, ১ ও ৩। এসব নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে টেনেও সমালোচনা করা হয়েছে। তবে পরের তিন ম্যাচে খেললেন দুর্দান্ত।
প্রথম তিন ম্যাচে মোটে ১৮ রান করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের সর্বশেষ তিনটি ইনিংস ছিল যথাক্রমে ৭২*, ৪৩, ৯০*। এমন প্রত্যাবর্তনের রহস্য? কোহলি নাম নিলেন জাসপ্রিত বুমরাহর।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে গিয়ে হারিয়েছিল কোহলির বেঙ্গালুরু। নির্ধারিত ওভারে কোহলি ১১ বলে ৩ রান করলেও সুপার ওভারের শেষ বলে জাসপ্রিত বুমরাহকে চার মেরেছিলেন। সেই চারটাই জিতিয়ে দেয় বেঙ্গালুরুকে। কোহলি বলছেন সেটাই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে তাকে।
ভারতীয় তারকা বলেন, ‘দলের সাফল্যে সবার স্কিলই প্রয়োজন। ওই সুপার ওভার, যেখানে আমাকে প্রতি বলই মারতে হতো, না হয় আমরা হেরে যেতাম, সেটা সত্যিই আমার মানসিকতা বদলে দিয়েছে। এরপর থেকেই আমি ট্রেনিং ও ব্যাটিং উপভোগ করতে শুরু করি।’
আইপিএলের শুরুতে কেন সফল হতে পারেননি তার ধারণাও দিলেন কোহলি, ‘এর আগে, আমি অনেক কিছু করতে চেষ্টা করতাম এবং নিজের ওপর অনেক চাপ দিতাম। আমার যেটা করণীয়-বল দেখা ও ব্যাটিং করা, সেটায় মনোযোগ সরিয়ে নিয়েছিলাম। নিজে যে একজন খেলোয়াড়, মাঠে মাঝে মধ্যে সেটা ভুলে যাই আমরা, আর তখনই দায়িত্ব চেপে ধরে।’
কোহলি বলেন, ‘এরপরের কয়েকটি সেশন, পরের ম্যাচে আমি ব্যাটিংয়ের দিক থেকে দারুণ করছিলাম। গত ম্যাচেও আমি বল খুব ভালো মারতে পারছিলাম। আজও ঠিক একই কাজ (চাপ না নিয়ে খেলা) করতে চেয়েছি।’