Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির বিপক্ষে মুম্বাইয়ের বড় জয়


১২ অক্টোবর ২০২০ ০০:০৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস। দিল্লির ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে (৫) হারায় মুম্বাই। এরপর অবশ্য কুইনটন ডি কক আর সুর্য কুমার যাদবের অর্ধশতকে জয়ের পথেই থাকে মুম্বাই। হারদিক পান্ডিয়া শূন্য রানে ফিরলে শেষ দিকে কিছুটা শঙ্কায় পড়লেও কাইরন পোলার্ড এবং ক্রুনাল পান্ডিয়ার দৃঢ়তায় দুই বল হাতে রেখেই ১৬৬ রান তুলে ফেলে মুম্বাই। আর তাতেই ৫ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত হয় মুম্বাইয়ের।

বিজ্ঞাপন

দিল্লির হয়ে কাগিসো রাবাদা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে নেন ২টি উইকেট আর একটি করে উইকেট নেন অক্সাত প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং মার্কাস স্টইনিস।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ানের ৫২ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস আর শ্রেয়াস আইয়ারের ৪২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট নেন ট্রেন্ট বোল্ট আর ৪ ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া।

স্কোরবোর্ড:

দিল্লি ক্যাপিটালস: ১৬২/৪; ২০ ওভার; (ধাওয়ান ৬৯*, আইয়ার ৪২); (পান্ডিয়া ২/২৬; বোল্ট ১/৩৬)

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৬৬/৫; ১৯.৪ ওভার; (ডি কক ৫৩, যাদব ৫৩); (রাবাদা ২/২৮, প্যাটেল ১/২৪)

বাংলাদেশের দর্শকরা আইপিএল-এর সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন জিটিভিতে। এছাড়া কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট www.rabbitholebd.com-এ।

বিজ্ঞাপন

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ব্যাঙ্গালোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর