Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে জাহানারার প্রতিপক্ষ সালমা


১১ অক্টোবর ২০২০ ১৭:৪২

বাংলাদেশ মেয়ে ক্রিকেট দলের দুই কান্ডারি সালমা খাতুন ও জাহানারা আলম এবারের মেয়েদের আইপিএলের খেলবেন এটা পুরাতন খবর। নতুন খবর হলো, টুর্নামেন্ট দুই টাইগ্রেস খেলবেন দুই দলের হয়ে। টি-টোয়েন্টি দলপতি সালমা খাতুন খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে আর জাহানারাকে দেখা যাবে ভেলোসিটির জার্সি গায়ে।

সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে সালমা খাতুনের প্রথম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ বা মেয়েদের আইপিএল। জাহাানারা অবশ্য গত আসরে খেলেছেন। কাজেই এটি তার দ্বিতীয় আইপিএল। গত আসরে ভেলোসিটির হয়ে এক ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জাহানারা। তবে জ্বলে উঠেছিলেন ফাইনালে। ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। যদিও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়েছিল তার দলের।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই তিন দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে।

মেয়েদের আইপিএলের গত আসরে সুপারনোভাসকে শিরোপা এনে দেওয়া দলপতি হারমানপ্রিত কাউর এবারও দলটির অধিনায়ক। এদিকে ট্রেইলব্লেজার্সের নেতৃত্বে থাকবেন স্মৃতি মান্ধানা আর ভেলোসিটির অধিনায়ক মিতালি রাজ।

টুর্নামেন্টে তিন দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। আর ফাইনালে খেলবে শীর্ষ দুই দল।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী; ৪ নভেম্বর: সুপারনোভাসের মোকাবিলা করবে ভেলোসিটি। ৫ নভেম্বর: ভেলোসিটির বিপক্ষে খেলবে ট্রেইলব্লেজার্স, ৭ নভেম্বর: ট্রেইলব্লেজার্সের প্রতিপক্ষ সুপারনোভাস। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

জাহানারা আলম জাহানারা মুখোমুখি সালমার মেয়েদের আইপিএল মেয়েদের আইপিএলে টাইগ্রেসরা সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর