Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণ ফিরেছে প্রিয় প্রাঙ্গণে


১১ অক্টোবর ২০২০ ১৪:৩০ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৫:৫৩

করোনা নামক অতিকায় ক্ষুদ্র এক জীবাণুর দাপটে চলতি বছরের শুরুতে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। ঘরের বাইরেই ওৎ পেতে থাকা ঘাতক এই ব্যাধির কারণে খেলা দূরে থাক ঘর বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বের বাকি আট দশটি দেশের মত ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশও অভিশপ্ত সেই জীবাণুর ছোবল থেকে রেহাই পায়নি। প্রতিদিনই নতুন নতুন সংক্রমনে থমকে গিয়েছিল দেশ ও দেশের অর্থনীতি। বৈশ্বিক মহামারির প্রবল বিক্রমে ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের পর প্রথম রাউন্ডের পর ক্রিকেটশূন্য হয়ে পড়েছিল দেশ। সাত মাসেরও বেশি সময় প্রতিদ্বন্দ্বিতামুলক খেলা বলতে কিছুই ছিল না। দেশের ক্রিকেটের প্রিয় প্রাঙ্গন মিরপুর শের ই বাংলাও হয়ে উঠেছিল নিস্প্রাণ।

বিজ্ঞাপন

ক্রিকেট বলতে ছিল কেবল অনুশীলন এবং অনুশীলন ম্যাচ। যার শুরুটা হয়েছিল ১৯ জুলাই। অতিমারির সময়ে বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে শুরুতে ফেরানো হয়েছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। এরপর ধীরে ধীরে তা দলীয় অনুশীলনে রুপ নেয়। এরপর দুই দিনের প্রস্তুতি ম্যাচ পেরিয়ে আজ থেকে গড়ালো তিন দলের ওয়ানডে সিরিজ, যার নামকরণ করা হয়েছে-বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। আর এর মধ্য দিয়েই নিস্প্রাণ প্রাঙ্গনে ফিরল প্রাণ।

বিজ্ঞাপন

রোববার (১১ অক্টোবর) টুর্নামেন্ট শুরু হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে। দুপুরে শের ই বাংলায় এসে বেলুন উড়িয়ে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খোদ বিসিবি বস। তার আগে করোনা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আনুষ্ঠানিকতা শেষে ২২ গজের লড়াইয়ে নেমে পড়েন উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটাররা।

তিন দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের মোকাবেলা করছে নাজমুল হোসেন শান্ত একাদশ। মাহমুদউল্লাহদের বিরুদ্ধে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্ত একাদশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে মাহমুদউল্লাহ একাদশের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান। ৭ বলে ৭ রানে লিটন দাস ও নাঈম শেখ ১১ বলে ৯ রানে অপরাজিত আছেন।

তবে শরৎ-এর অনাহুত অতিথি বৃষ্টির হানায় এই ‍মুহুর্তে খেলা বন্ধ আছে।

টপ নিউজ নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর